spot_img
Friday, January 9, 2026
Durgapur
scattered clouds
15.3 ° C
15.3 °
15.3 °
31 %
3.5kmh
39 %
Fri
16 °
Sat
25 °
Sun
27 °
Mon
27 °
Tue
27 °
Homeদুর্গাপুরমানবিকতায় জন্মদিনের আনন্দ ভাগ! দুঃস্থ শিশুদের পাশে শুভেন্দু অধিকারী

মানবিকতায় জন্মদিনের আনন্দ ভাগ! দুঃস্থ শিশুদের পাশে শুভেন্দু অধিকারী

-

রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ৫৫ তম জন্মদিন উপলক্ষে মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করা হলো দুর্গাপুরে। শহরের এক নম্বর ওয়ার্ডের বিজুপাড়া এলাকায় বাগদীপাড়ায় বিজেপির উদ্যোগে আয়োজিত হলো এক সমাজ সেবামূলক কর্মসূচি। যেখানে এলাকার বহু গরীব ও দুঃস্থ শিশুদের হাতে তুলে দেওয়া হয় নতুন বস্ত্র। জন্মদিনের আনন্দকে শুধুমাত্র অনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ না রেখে সমাজের প্রান্তিক মানুষের সঙ্গে ভাগ করে নেওয়াই ছিল এই কর্মসূচি মূল উদ্দেশ্য।

শিশুদের মুখে হাসি ফোটাতে পেরে খুশি আয়োজকরাও। এই অনুষ্ঠানের সব থেকে তাৎপর্যপূর্ণ ও আবেগঘন মুহূর্ত আসে যখন জানানো হয় একজন পিতৃহারা দুঃস্থ শিশুর সম্পূর্ণ পড়াশোনা দায়িত্ব গ্রহণ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আয়োজকরা জানিয়েছেন এটা কোন একদিনের প্রতিশ্রুতি নয়! ভবিষ্যতেও ওই শিশুর শুধু শিক্ষাজীবন নয়, প্রয়োজনীয় সহায়তার দায়িত্ব নিয়মিতভাবে পালন করা হবে। বিজেপি যুব নেতা পারিজাত গঙ্গোপাধ্যায় নেতৃত্বে এদিনের কর্মসূচি  পরিচালিত হয়। তিনি বলেন, “আমরা মানুষের পাশে থাকার রাজনীতিতে বিশ্বাস করি শুধু জন্মদিনের দিন নয়, দুর্গাপুর সহ বিভিন্ন প্রান্তিক এলাকায় নিয়মিতভাবে গরিব ও দুস্থ মানুষের মধ্যে জামা কাপড় ও নিত্য প্রয়োজনীয় সামগ্রী ও বিতরণ করা হয়। মানুষের দুঃখ কষ্টে তাদের পাশে দাঁড়ানোই আমাদের মূল লক্ষ্য। আগামী দিনে আমরা যদি জানতে পারি কোন মেধাবী ছাত্র-ছাত্রী অর্থের জন্য পড়াশোনা না করতে পারেন তাদেরও পাশে থাকব।”

এই মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাদের মতে রাজনৈতিক মতাদর্শ আলাদা হলেও সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এই ধরনের উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। এই ধরনের কর্মসূচি শুধু সাহায্য করে না, প্রান্তিক মানুষের জীবনের আশার আলোও জ্বালায়। রাজনীতির কোলাহলের মাঝেও এদিন দুর্গাপুরের মানবিকতার যে বার্তা ছড়িয়ে পড়ল তা বহু মানুষের মনে রেখে যাওয়ার মতন এক অনুভূতি হয়ে রইল।

সমরেন্দ্র দাস, Lcw India দুর্গাপুর

Related articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest posts