spot_img
Thursday, January 8, 2026
Durgapur
clear sky
15.2 ° C
15.2 °
15.2 °
30 %
3.9kmh
3 %
Thu
15 °
Fri
25 °
Sat
25 °
Sun
27 °
Mon
27 °
Homeফুটবলরেড উইন্টার কাপ চ্যাম্পিয়ন "রেহান ফুটবল একাডেমি"

রেড উইন্টার কাপ চ্যাম্পিয়ন “রেহান ফুটবল একাডেমি”

-

১লা জানুয়ারি ২০২৬ নতুন বছরের প্রথম দিনে দুর্গাপুরের বিধাননগরে দুর্গাপুর ক্লাব স্যান্তোসের পরিচালনায় ষষ্ঠ বর্ষের রেড উইন্টার কাপ নকআউট ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন “রেহান ফুটবল একাডেমি” দুর্গাপুর! এই টুর্নামেন্টে বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন মোহনবাগান ফুটবলার সৌভিক ঘোষ, দুর্গাপুরের মহকুমা শাসক সুমন বিশ্বাসসহ অন্যান্য ব্যক্তিত্ব। বিশিষ্ট অতিথিরা খেলোয়াড়দের সঙ্গে পরিচিতি পর্ব সারার পর শুরু হয় মূল পর্বের খেলা। চূড়ান্ত পর্যায়ে খেলা প্রতিদ্বন্দ্বী দুই দল রেহান ফুটবল একাডেমি এবং উজ্জল একাদশ খান্দরা।

দুটি দলে ছিল চারজন করে বিদেশী খেলোয়াড়। শুরু থেকেই হাই ভোল্টেজ ম্যাচ দেখতে পায় উপস্থিত দর্শকরা। আক্রমণ প্রতিআক্রমনে খেলা ক্রমশ দর্শনীয় হতে থাকে। খেলার প্রথমার্ধে শেষ মুহূর্তে এক গোল করে দলকে এগিয়ে দেয় রেহান ফুটবল একাডেমির বিদেশি খেলোয়াড় স্টিফেন। বিরতির পর শুরু হয় দ্বিতীয়ার্ধের খেলা, খেলতে নেমে আক্রমণে ধার বাড়ায় উজ্জ্বল একাদশ। এর ফলে তারা একটি গোল পেয়ে যায় ফলাফল এক এক। এরপরেই ম্যাচের রং যেন পরিবর্তন হয়ে গেল আরও উত্তেজনা দুই দলের ফুটবলারদের মধ্যে। রেড উইন্টার কাপ টুর্নামেন্টের চূড়ান্ত পর্যায়ের খেলা পরিচালনা করতে একটু কঠোর হতে হয় ম্যাচ পরিচালককে। আর সেই কারণেই দুই দলের মোট তিনজন খেলোয়াড়কে রেড কার্ড দেখিয়ে মাঠের বাইরে বার করতে বাধ্য হন তিনি।

মূল পর্বের খেলা দুই দুই গোলে অমীমাংসিত থাকার পর ম্যাচ পরিচালকের সিদ্ধান্তে খেলার টাইব্রেকারে গড়ায়। টাই ব্রেকারে ৩-২ গোল উজ্জল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়নের শিরোপা তুলে নেয় রেহান ফুটবল একাডেমি। চূড়ান্ত পর্যায়ের খেলায় সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন রেহান ফুটবল একাডেমির গোলরক্ষক অয়ন ভট্টাচার্য, অয়নের হাতে ওঠে টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের পুরস্কার। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় রেহান ফুটবল একাডেমির আক্রমণ ভাগের বিদেশি খেলোয়াড় স্টিফেন, একইসঙ্গে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার উঠে আসে স্টিফেনের হাতে। টুর্নামেন্টের সেরা ডিফেন্ডার রেহান ফুটবল একাডেমির বিদেশী খেলোয়াড় ভিক্টর। টুর্নামেন্টের সেরা গোল এই পুরস্কারের অধিকারী হয় উজ্জ্বল একাদশের রাহুল রাজভর(বান্টা)। টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দলের হাতে ৮০হাজার টাকা নগদ এবং সুদৃশ্য ট্রফি তুলে দেওয়া হয়।

এছাড়াও  রানার্স দলকে দেওয়া হয় ৫০ হাজার টাকা নগদ এবং সুদৃশ্য ট্রফি। এছাড়াও ছিল দুই দলের সকল খেলোয়াড়দের জন্য ব্যক্তিগত পুরস্কার। তবে একটা কথা বলতেই হয় ইংরেজি নেশন বছরের নতুন বছরের শুরুতে রেড উইন্টার কাপের ফাইনালটা যেন ফাইনালটা ফাইনালের মতনই জমে উঠেছিল। আর সেই কারণে মাঠে উপস্থিত কয়েক হাজার দর্শক উৎসবের আমেজে খেলাটি উপভোগ করেছেন।

সমরেন্দ্র দাস, Lcw India দুর্গাপুর

Related articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest posts