
পাচার হওয়ার আগেই বন দপ্তরের দ্বারা উদ্ধার ২০০ টি পাহাড়ি টিয়া পাখি। একই সাথে গ্রেপ্তার গাড়ির চালক খালাসী ও দুই পাখি পাচারকারী। ধৃতদের একজন পূর্ব বর্ধমানের দুবরাজ দীঘির শেখ ইসলাম, শেখ অসীম,অন্য দু জন ঝাড়খণ্ডের শিবশঙ্কর চৌধুরী ও অরবিন্দ কুমার পান্ডে। বন বিভাগ সূত্রে জানা গেছে মঙ্গলবার রাতে একটি বাসে করে কাঁকসার বাঁশকোপা টোল প্লাজা হয়ে বেশ কিছু টিয়া পাখি পাচার হচ্ছে বলে গোপন সূত্রে খবর পাওয়া যায় দুর্গাপুর বনাঞ্চল। তারপরই সেখানে হানা দিয়ে উদ্ধার করা হয় টিয়া পাখিগুলো।
বাসের ভেতর থেকে কয়েকটি খাঁচা থেকে উদ্ধার করা হয় প্রায় ২০০টি পাহাড়ি টিয়া। বাজার তো করা হয় বাসটিকেও ঝাড়খণ্ডের বোকারো থেকে কলকাতা রোটে যাচ্ছিল। বাসটি জানা যায় পাখিগুলি বর্ধমান বাসস্ট্যান্ডে নামানোর কথা ছিল। তারপর সেখান থেকে নাদন ঘাট হয়ে অন্যত্র পাচার করার কথা ছিল বুধবার সকালে ধৃত চারজনকে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করে দুর্গাপুর বনাঞ্চল।
ব্যুরো রিপোর্ট Lcw India কাঁকসা