spot_img
Saturday, April 19, 2025
Homeদুর্গাপুরউদ্বোধন হলো দুর্গাপুরের সর্ববৃহৎ ৪৫ ফুটের সরস্বতী প্রতিমা

উদ্বোধন হলো দুর্গাপুরের সর্ববৃহৎ ৪৫ ফুটের সরস্বতী প্রতিমা

-

হাতে বাকি মাত্র আর দুদিন তারপরে মানি বন্দনায় মেতে উঠবে সমগ্র রাজ্যবাসী। ইতিমধ্যে দুর্গাপুরের বি জোনের ইস্পাত পল্লী নেতাজি ক্লাবের সর্ববৃহৎ সরস্বতী পুজোর উদ্বোধন হয়ে গেল শুক্রবার সন্ধ্যায়। এদিন এই আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষে উপস্থিত ছিলেন দুর্গাপুর নগর নিগমের বোর্ড অফ এডমিনিস্ট্রেটের চেয়ারপারসন অনিন্দিতা মুখোপাধ্যায়, সদস্য ধর্মেন্দ্র যাদব, সদস্যা রাখি তেওয়ারি, দু নম্বর ব্লক তৃণমূল যুব সভাপতি রাজু সিং ও দুর্গাপুর ফরিদপুর পঞ্চায়েত সমিতির সভাপতি স্বাধীন ঘোষ সহ অন্যান্যরা। সুন্দর নৃত্যানুষ্ঠানের পর অস্থায়ী মঞ্চে সকল আমন্ত্রিত অতিথিদের সম্বর্ধনা জানানো হয়। এরপর মঙ্গল প্রদীপ প্রজ্বলন করে ফিতে কেটে মন্ডপের দ্বারোদঘাটনের পর বিশালাকার সরস্বতী দেবী মূর্তির উন্মোচন করা হয়। এই পুজো সম্পর্কে ক্লাব সভাপতি। স্বাধীন ঘোষ বলেন এ বছর তাদের সরস্বতী পুজো ১৮ তম বর্ষে পদার্পণ করল। ধারাবাহিকতার সাথে এবারও তাদের প্রতিমার উচ্চতা ৪৫ ফুট।

দুর্গাপুর ইস্পাত পল্লী নেতাজি ক্লাবের ১৮ তম বর্ষে সরস্বতী পূজা উপলক্ষে এবার তাদের প্রতিমা ৪৫ ফুটের। গত বছরে এই ক্লাবের প্রতিমার উচ্চতা ছিল ৫১ ফুট। ১৮ তম বর্ষে সুদৃশ্য ৪৫ ফুটের প্রতিমা সঙ্গে বিশাল আকার মন্ডপ। আলোক শয্যায় সেজে উঠেছে সমগ্র এলাকা। পুজোর সাত দিন অস্থায়ী মঞ্চে অনুষ্ঠিত হবে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান পাশাপাশি মাঠ জুড়ে বসেছে মেলা।

সমরেন্দ্র দাস, Lcw India দুর্গাপুর

Related articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest posts