অভিযোগের ভিত্তিতে দুর্গাপুরের বিভিন্ন জায়গায় হারিয়ে যাওয়া, চুরি হওয়া বা ছিনতাই হওয়া মোবাইল উদ্ধারে নেমে বড় সর সাফল্য পেল কোক ওভেন থানার পুলিশ। গত কয়েক বছর ধরে কোকো ভ্যান কোকো ভ্যান কোক ওভেন থানার পুলিশ মোবাইল চুরি হারিয়ে যাওয়ার অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে জেলার বিভিন্ন প্রান্ত থেকে শতাধিক মোবাইল ফোন উদ্ধার করে ফিরে পাওয়া কর্মসূচির মাধ্যমে তাদের প্রাপকদের হাতে তুলে দেওয়া হয়। এর পাশাপাশি সাইবার প্রতারণায় তদন্তে নেমে ৬৩ হাজার ৪৮৮ টাকা উদ্ধার করে তা ফিরিয়ে দেওয়া হয় প্রতারণার শিকার হওয়া ব্যক্তিদের হাতে। এদিন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ফিরে পাওয়া কর্মসূচিতে উপস্থিত ছিলেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি দুর্গাপুর সুবীর রায়, সি আই বিকদর সান্যাল থানার ভারপ্রাপ্ত আধিকারিক মোহাম্মদ মইনুল হক সহ অন্যান্য পুলিশ কর্মীরা। এ অনুষ্ঠানে এসিপি সুবীর রায় বলেন দুষ্কৃতীরা মোবাইল চুরি করে পরে সেই মোবাইল দিয়ে বিভিন্ন ধরনের সাইবার প্রতারণা করছে যার যেরে প্রতারণা চক্র বেড়ে ফেলেছে, আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের সমস্ত থানার পুলিশ কর্মী ও আধিকারিকরা অত্যন্ত তৎপরতার সঙ্গে কাজ করছে এইসব প্রতারণা চক্র রুখতে।

তুমি আরো বলেন সাইবার প্রতারণা রুখতে সাধারণ মানুষকে আরো সজাগ ও সচেতন হতে হবে। রবিবার ডকুমেন্ট থানায় ফিরে পাওয়া কর্মসূচির মাধ্যমে সেখানে ১০২ টি মোবাইল ফোন তাদের প্রাপকদের হাতে তুলে দেওয়া হয় পাশাপাশি সাইবার প্রতারণায় খোয়ানো ৬৩ হাজার ৪৮৮ টাকা র চেক সংশ্লিষ্ট ব্যক্তিদের হাতে তুলে দেওয়া হয়।