পাণ্ডবেশ্বর বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী উদ্যোগে পাণ্ডবেশ্বর বিধানসভার অন্তর্গত বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কম্পিউটার তুলে দেওয়া হয় বাকোলার “কলরব হলে”। প্রায় ১৮টি স্কুলের শিক্ষকদের হাতে কম্পিউটার তুলে দেওয়া হয়। এই পরিষেবার প্রধান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাণ্ডবেশ্বর বিধানসভার ১৮টি স্কুলের শিক্ষক শিক্ষিকাগণ। মূলত বিভিন্ন সরকারি স্কুলে ডিজিটালাইজ করার লক্ষ্যে, এবং বিভিন্ন বেসরকারি স্কুলের সাথে সামঞ্জস্য বজায় রাখতে এই কম্পিউটার প্রদান করা হলো। এদিন বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন তার বিধানসভার অন্তর্গত সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কম্পিউটার শিক্ষা পৌঁছে দেওয়াটাই তার লক্ষ্য। ধীরে ধীরে সমস্ত স্কুলেই এই পরিসেবা গড়ে তোলার অঙ্গীকার করেন তিনি।
বর্তমান সময়ে শিক্ষাক্ষেত্রে কম্পিউটারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ কম্পিউটার ব্যবহারের ফলে , যেকোনো বিষয়ে নিবিড় গবেষণা করা শিক্ষার্থীদের জন্য সহজ হয়ে ওঠে এবং একই সাথে কম্পিউটারে তাদের ফলাফল সংরক্ষণ এবং সংগঠিত করাও সহজ হয়ে যায়।