spot_img
Sunday, April 20, 2025
Homeদুর্গাপুরমারাঠা বীর ছত্রপতি শিবাজীর ৩৯৫ তম জন্মদিন পালন

মারাঠা বীর ছত্রপতি শিবাজীর ৩৯৫ তম জন্মদিন পালন

-

১৯শে ফেব্রুয়ারি, ১৬৩০ সালে মহান মারাঠা শাসক ছত্রপতি শিবাজী মহারাজের জন্ম হয় মহারাষ্ট্র রাজ্যের পুনে জেলার শিবনেরী দুর্গে। মহারাষ্ট্রের পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্তে এই দিনটি ছত্রপতি শিবাজীর জন্মদিন হিসাবে সরবে পালিত হয়ে আসছে। বুধবার দুর্গাপুরের স্বেচ্ছাসেবী সংগঠন ওম সাঁইরাম ট্রাস্টের পরিচালনায় এবং সমাজসেবী পারিজাত গাঙ্গুলীর উদ্যোগে বিগত চার বছরের মতো এবারও পঞ্চম বর্ষে শিবাজী জন্ম জয়ন্তী পালিত হয়। প্রতিবছরই ধুমধাম এর সঙ্গে পদ যাত্রার মাধ্যমে শিবাজী জয়ন্তী পালিত হয়ে আসছে। কিন্তু এবছর মাধ্যমিক পরীক্ষা চলার কারণে সেই পদযাত্রা এবং অন্যান্য আরম্বর স্থগিত রেখে শুধুমাত্র অসহায় মানুষদের হাতে খাবার তুলে দেওয়া হয়। হিন্দু মারাঠা বীর ছত্রপতি শিবাজী মহারাজের ৩৯৫ তম জন্মদিন উপলক্ষে কি জানালেন সমাজসেবী তথা ওম সাইরাম ট্রাস্টের অন্যতম মুখ পারিজাত গাঙ্গুলী শুনে নেওয়া যাক।

হিন্দুত্বের দাবি রেখে হিন্দু মহারাজ ছত্রপতিকে শ্রদ্ধা জানিয়ে এদিন ওম সাঁই রাম ট্রাস্ট এর পক্ষ থেকে দুর্গাপুর রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় অসহায় দরিদ্র মানুষের মধ্যে খাদ্যের প্যাকেট বিতরণ করা হয়। ওই এলাকার প্রায় ২০০ জন অসহায় শিশু মহিলা ও পুরুষদের মধ্যে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রী পেয়ে অতিশয় খুশি ওই অসহায় মানুষগুলো।

সমরেন্দ্র দাস, Lcw India দুর্গাপুর

Related articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest posts