দুর্গাপুরে পলাশডিহায় দুর্গাপুর 97 অকটেন বাইকারস অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় এবং Xbhp রাইডার্সদের সহযোগিতায় সারা ভারতবর্ষের খ্যাতনামা বাইকার্সদের নিয়ে “রোড ট্রিপ ইউনাইটেড” 2025, সিসন 4 নামে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে দিল্লী, লখনৌ, বিহার,পশ্চিম বর্ধমান ও ঝাড়খণ্ডের প্রায় বাইক রাইডার ও কার রাইডাররা উপস্থিত ছিলেন। এই ধরনের আয়োজন করে 97 অকটেন বাইকারস গ্রুপের ফাউন্ডার বিশাল মজুমদার জানান, দেশ জুড়ে যে সাইবার ক্রাইম চলছে সেই সাইবার ক্রাইম বন্ধের বার্তা দিতে দিল্লির Xbhp বাইকারস্ রা সারা ভারত প্রদক্ষিণ করবে। 97 অকটেন এর চতুর্থ বার্ষিক প্রতিষ্ঠা দিবসে দুর্গাপুরের এসে Xbhp রাইডার্স গ্রুপের ফাউন্ডার তথা খ্যাতনামা রাইডার্স সন্দীপ বলেন 97 অকটেনের সুন্দর আয়োজন, খুব ভালো লাগলো।

এদিন বিভিন্ন প্রান্ত থেকে আগত বাইকারস্রা তাদের প্রদর্শনী দেখায়। এই অনুষ্ঠানে ভারতবর্ষের বিভিন্ন কোম্পানির স্পোর্টস বাইক সহ এসেছিল বিদেশী বেশ কিছু বাইক। আর এইসব দেখতে ভিডিও নিয়েছিল উৎসুক যুবসমাজ। আগত প্রত্যেক বাইকারদের হাতে শংসাপত্র তুলে দেওয়া হয়। দুর্গাপুরে আগত বাইকারসদের পরবর্তী গন্তব্য কলকাতা, সেখান থেকে অন্যান্য বিভিন্ন প্রান্ত ঘুরে পুনরায় দিল্লিতে গিয়ে তাদের এই বাইক র্যালি সমাপ্ত হবে। রাজপথ বা অন্যান্য পথে বাইক চালাতে গেলে যে সমস্ত ট্রাফিক সচেতনতা অবলম্বন করা যায় সে বিষয়ে সচেতন করার পাশাপাশি সাইবার ক্রাইম রুখতে এক সচেতনতার বার্তা দিয়ে এই র্যালি অনুষ্ঠিত হয়।
সমরেন্দ্র দাস, Lcw India দুর্গাপুর