শিল্পনগরী দুর্গাপুরের বুকে চন্ডীদাস বাজার সর্বসাধারণের নৃত্য প্রয়োজনীয় ও ব্যস্ততম একটি বাজার। প্রায় পঞ্চাশ বছর ধরে এই বাজারে বিদ্যুৎ সংযোগ বলতে ভরসা ছিল একমাত্র জেনারেটর। দীর্ঘ প্রচেষ্টার পর অবশেষে রবিবার চন্ডীদাস বাজারে দুটি ট্রান্সফরমারের উদ্বোধন করলেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের গ্রামোন্নয়ন, পঞ্চায়েত ও সমবায় দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী প্রদীপ মজুমদার।

এছাড়াও উপস্থিত ছিলেন এলাকার প্রাক্তন পৌরপিতা অমিতাভ বন্দ্যোপাধ্যায় এবং পশ্চিম বর্ধমান তৃণমূল মুখপাত্র উত্তম মুখার্জি, প্রভাত চ্যাটার্জি,১ নং ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি রাজীব ঘোষ সহ অন্যান্য ব্যক্তিগণ। প্রায় ৮০০ থেকে ৮৫০ ব্যবসাদার এই চন্ডীদাস বাজারে তাদের দীর্ঘদিন ধরে জীবন জীবিকা নির্বাহ করে আসছে, ইলেকট্রিকের সংযোগ হওয়াতে তাদের আগামী দিনে ব্যবসা-বাণিজ্য করতে আরও সুবিধা হবে বলেও জানান বাজার কমিটির সেক্রেটারি মানিক দাস। তিনি বলেন আমরা দুটি ট্রাসনফরমার হাতে পাওয়াতে খুব খুশি হয়েছি। রাজ্য সরকারের বিদ্যুৎ দপ্তরের তরফ থেকে আমাদের এই বিদ্যুৎ বন্টন ব্যবস্থা করা হয় ফলে আমরা সকল ব্যবসায়ীরা যেমন খুশি তেমন গ্রাহকদেরকেও আরো উন্নত পরিষেবা দিতে পারব।

এর আগে এখানকার ব্যবসাদারদের বিদ্যুৎ পরিষেবা বলতে একমাত্র ভরসা ছিল জেনারেটর। বর্তমানে রাজ্য সরকারের বিদ্যুৎ সংযোগ হওয়াতে সেই ভরসায় থাকতে হবে না। এবার এই বাজারের ব্যবসার প্রসার ও শ্রীবৃদ্ধির পাশাপাশি উন্নতমানের গ্রাহক পরিষেবা দেওয়া সম্ভব হবে বলে জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ীবৃন্দ।
সমরেন্দ্র দাস, Lcw India দুর্গাপুর