spot_img
Thursday, January 22, 2026
Durgapur
clear sky
20.3 ° C
20.3 °
20.3 °
25 %
2.9kmh
0 %
Thu
19 °
Fri
28 °
Sat
30 °
Sun
31 °
Mon
30 °
Homeদুর্গাপুরউচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বিনামূল্যে অটো পরিষেবা

উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বিনামূল্যে অটো পরিষেবা

-

৩ রা মার্চ থেকে শুরু হয়ে গেল রাজ্যের উচ্চ মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষা সকাল ১০ টা থেকে শুরু হয়ে শেষ হবে দুপুর ১টা ১৫ মিনিটে। এবছর পশ্চিম বর্ধমান জেলার উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ১৬৮৭৫ জন যার মধ্যে আসানসোলে ৯৯৬২ জন এবং দুর্গাপুরে ৬৯১৩ জন পরীক্ষার্থী রয়েছে। আর এই পরীক্ষা দিতে যাতায়াতে কোনো রকমের অসুবিধা না হয় সে কথা ভেবে বেনাচিতি স্বপ্ন পূরণ স্বেচ্ছাসেবী সংগঠন এবং প্রান্তিকা অটোস্ট্যান্ডের যৌথ উদ্যোগে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের বিনামূল্যে অটো পরিসেবা দেওয়া শুরু হলো। উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী ছাত্র-ছাত্রীদের জন্য এই পরিসেবা চলবে আগামী ১৮ই মার্চ পর্যন্ত।

বেনাচিতির প্রান্তিকা থেকে সংলগ্ন যে সমস্ত স্কুলে উচ্চ মাধ্যমিক পরীক্ষার সেন্টার পড়েছে, সেখানে পরীক্ষার্থীদের বিনামূল্যে পৌঁছে দেওয়া হবে। পাশাপাশি সকল ছাত্র-ছাত্রীদের ভালো পরীক্ষার জন্য শুভেচ্ছা জানানো হয়েছে। এদিন বেনাচিতি স্বপ্ন পূরণের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সঞ্জয় কুমার সিট, মনোজিৎ আড্য, গৌরাঙ্গ বিশ্বাস, নিবেদিতা সরকার, অঞ্জলি সরকার, প্রিয়াঙ্কা মন্ডল, হৈমন্তী ও মনোজ এবং অটোস্ট্যান্ডের পক্ষে পবিত্র সাহা, অরুণ রায়, কিশোর মাহাতো, কৃষ্ণনাথ বণিক সহ অন্যান্যরা। এই ধরনের পরিষেবা পেয়ে খুবই খুশি পরীক্ষার্থীরা সহ তাদের অভিভাবকরা। বিগত বছরের ও ব্যানার্জি স্বপ্ন পূরণ সংগঠন প্রান্তিকা অটো স্ট্যান্ডের যৌথ উদ্যোগে এই ধরনের মহতী পরিষেবা পৌঁছে দিয়েছিলেন, এবারও তার ব্যতিক্রম হয়নি।

ব্যুরো রিপোর্ট Lcw India দুর্গাপুর

Related articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest posts