একাধিক দাবি-দাওয়া কে সামনে রেখে কাঁকসার বামুনারা তপোবন সিটি আবাসনের আবাসিকরা বিক্ষোভ প্রদর্শন করে। এই বৃক্ষ প্রসঙ্গে তপবন সিটি হাউসিং কমিটির কো-অর্ডিনেটর গৌতম ভৌমিক অভিযোগ করে বলেন যেখানে বাচ্চাদের জন্য পার্ক হওয়ার কথা ছিল সেখানেও আজ আবাসন হচ্ছে। ক্লাব হাউস হওয়ার কথা থাকলো তা হয়নি। এই সমস্ত বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে তাদের বিক্ষোভ।

আবাসিকদের বিক্ষোভ আন্দোলনের জেরে উত্তেজনাময় পরিস্থিতি সৃষ্টি হয় তপবন সিটি হাউসিং এ। ঘটনার খবর পেয়ে পৌঁছায় কাঁকসা থানার পুলিশ, পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়। অতি দ্রুত তাদের দাবিগুলোর প্রতি গুরুত্ব দিয়ে আবাসন কর্তৃপক্ষ কোন ব্যবস্থা গ্রহণ না করে তাহলে আগামী দিনে এই আবাসনের সমস্ত আবাসিকরা বৃহত্তর আন্দোলনের পথে হাঁটার হুঁশিয়ারি দিয়েছেন।
ব্যুরো রিপোর্ট, Lcw India দুর্গাপুর