spot_img
Sunday, April 20, 2025
Homeদুর্গাপুরঅস্তস্মিত "সন্ধ্যা প্রদীপ" এর "প্রদীপ"

অস্তস্মিত “সন্ধ্যা প্রদীপ” এর “প্রদীপ”

-

চলতি বছরের ৪ ঠা মার্চ প্রয়াত হলেন দুর্গাপুরের বিশিষ্ট কিশোর কন্ঠী সংগীত শিল্পী প্রদীপ চক্রবর্তী। তার এই অকাল প্রয়াণে শোকস্তব্ধ দুর্গাপুরের সংগীত মহল। বিগত এক বছর ধরে দুরারোগ্য ক্যান্সার রোগে আক্রান্ত হয়েছিলেন প্রদীপবাবু। বসে ছি সকলের মায়া ত্যাগ করে তিনি পাড়ি দিলেন তারাদের দেশে। তার এই অকল্পয়ানে, অকাল প্রয়াণে পরিবারকে সমবেদনা জানাতে বৃহস্পতিবার প্রয়াত প্রদীপ চক্রবর্তীর ধান্ডাবাগ সুকান্ত পল্লীর বাড়িতে আসেন দুর্গাপুর নগর নিগম প্রশাসক বোর্ডের চেয়ারপারসন অনিন্দিতা মুখার্জি। এখানে এসে তিনি জানান আজ তিনি বাকরুদ্ধ। প্রদীপ সম্পর্কে বলার কোন ভাষা খুঁজে পাচ্ছেন না।

দুর্গাপুরের প্রয়াত সংগীতশিল্পী প্রদীপ চক্রবর্তী ছিলেন ভারতের স্বর্গীয় কিংবদন্তি সংগীত শিল্পী কিশোর কুমারের একনিষ্ঠ ভক্ত। যখন কেউ কিশোর কুমারের জন্মদিন পালন করেননি সেই সময় থেকে তিনিই আন্তরিকতার সাথে দুর্গাপুরের বুকে একক প্রচেষ্টায় পালন করেছেন কিশোর কুমারের জন্মদিন। সন্ধ্যা প্রদীপ নামে একটি সংস্থার প্রতিষ্ঠা করেছিলেন প্রদীপ চক্রবর্তী। আর সেই ব্যানারেই অনুষ্ঠিত হতো কিশোর কুমারের জন্মদিন। শুধু কি তাই দুর্গাপুরে ৫৪ ফুট নামে পরিচিত রাস্তাটির নাম কিশোর কুমার সরণি নামকরণ করা হয়েছিল প্রয়াত প্রদীপ চক্রবর্তীর উদ্যোগে। প্রয়াত প্রদীপবাবু কিশোর কুমারের প্রতি এতটাই ওরা কি ছিলেন যেখানে তার মোবাইলের রিংটোন হোক কিংবা তার ব্যবহৃত গাড়ি সব জায়গাতেই বেজে উঠতো কিংবদন্তি শিল্পী কিশোর কুমারের সংগীত। প্রদীপ চক্রবর্তী কিংবদন্তি শিল্পী কিশোর কুমারের এতটাই ভক্ত ছিলেন জীবনের শেষ মুহূর্তে দাঁড়িয়ে গত ২৩ শে ফেব্রুয়ারি তার নাতনিকে গান শেখাচ্ছিলেন। সুরেলা কন্ঠের অধিকারি ছিলেন প্রদীপ। তার পরিবারের সদস্যদের কাছ থেকে জানা যায়। এ বছর সন্ধ্যা প্রদীপের ২৫ তম বর্ষে স্বর্গীয় কিশোর কুমারের জন্মদিনটি যথাযথ মর্যাদার সাথে পালিত হবে আগামী ৪ঠা আগস্ট। মৃত্যুকালে প্রদীপ চক্রবর্তী রেখে গেছেন তার স্ত্রী দুই কন্যা জামাতা ও নাতনিকে। আমরাও LCW India পরিবারের পক্ষ থেকে প্রয়াত কিশোর কন্ঠী প্রদীপ চক্রবর্তীর পরিবারের প্রতি সমবেদনা জানাই।

সমরেন্দ্র দাস, Lcw India দুর্গাপুর

Related articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest posts