আন্তর্জাতিক নারী দিবস প্রতিবছর ৮ ই মার্চ বিশ্বব্যাপী উদযাপিত হয় এই দিনটি নারীদের অধিকার, সমতা ও ক্ষমতায়নকে উদযাপন এবং লিঙ্গ বৈষম্যের বিরুদ্ধে সচেতনতা তৈরি করার জন্য নির্ধারিত। এদিন সন্ধ্যায় দুর্গাপুরের জাংশান মলের পরিচালনায় দ্বিতীয় বর্ষে উদযাপিত হলো “জাংশন সম্পূর্ণা সম্মান”। ১৯৭৫ সালে জাতিসংঘ (UN)আনুষ্ঠানিকভাবে ৮ই মার্চ কে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে স্বীকৃতি দেয়। এদিন সম্পূর্ণ া সম্পূর্ণা সম্মান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুর লায়ন্স ক্লাবের চেয়ারম্যান বিপ্লব চ্যাটার্জী, দুর্গাপুর জাংশন মলের সিইও অরিজিৎ চ্যাটার্জী সহ জাংশন মলের একাধিক পদাধিকারীগণ। মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর বিশিষ্ট অতিথিদের পুষ্পস্তবক ও স্মারক দিয়ে সম্মাননা জানানো হয়। “জাংশন সম্পূর্ণা সম্মান” এর আয়োজন করে জাংশন মলের সিইও অরিজিৎ চ্যাটার্জী বলেন নারীদের প্রতি সম্মান জানিয়ে তাদের এই অনুষ্ঠান দ্বিতীয় বর্ষে পদার্পণ করল।

এদিন সম্পূর্ণা সম্মান অনুষ্ঠানে সমাজের বিভিন্ন স্তরের মহিলা চিকিৎসক, শিক্ষিকা, লেখিকা, বৃক্ষ প্রেমী, ক্রীড়াবিদ, সংগীত শিল্পী, রংধন শিল্পে নিপুনা সহ বিভিন্ন পেশার মোট আটজনকে এই সম্মান জানিয়ে স্মারক তুলে দেওয়া হয়। দ্বিতীয় বর্ষের জাংশন সম্পূর্ণ সম্মান অনুষ্ঠানে সম্মানিত হয়ে আপ্লুত সমাজের বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত মহিলারা। তবে বিগত বছর গুলোর মত এটি নারীর ক্ষমতায়ন ও ডিজিটাল প্রযুক্তিতে নারীর অংশগ্রহণের ভূমিকার ওপর ভিত্তি করা যেতে পারে।
সমরেন্দ্র দাস, Lcw India দুর্গাপুর