আজ ৮ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস। সমগ্র বিশ্বজুড়ে এই দিনটি নারীদের প্রতি সম্মান জানিয়ে পালন করা হয়। এদিন দুর্গাপুরের সিটি সেন্টারে সৃজনী প্রেক্ষাগৃহে পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আন্তর্জাতিক নারী দিবসের সুবর্ণ জয়ন্তী উদযাপন করা হলো। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের কৃষি গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার, বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ কীর্তি আজাদ, পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী, আসানসোল পৌরসভার ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক, দুর্গাপুর নিগম প্রশাসক মন্ডলীর চেয়ারপারসন অনিন্দিতা মুখোপাধ্যায়, জেলা তৃণমূল সভাধিপতি বিশ্বনাথ বাউরি, জেলা তৃণমূল মহিলা সমিতির সভানেত্রী অসীমা চক্রবর্তী, দুর্গাপুর নগর নিগম প্রশাসক মন্ডলীর সদস্যরা সহ তৃণমূলের অন্যান্য শাখা সংগঠনের নেতৃত্ব। এই অনুষ্ঠান প্রসঙ্গে জেলা তৃণমূল সভাপতি নরেন্দ্র চক্রবর্তী বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আজ পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই দিনটি অতি সম্মানের সঙ্গে পালিত হচ্ছে।

এই বিশেষ দিনে মঞ্চে উপবিষ্ট আমন্ত্রিত সকল অতিথিদের পুষ্পস্তবক ও স্মারক দিয়ে উত্তরীয় পরিয়ে সম্বর্ধনা জানানো হয়। এরপর এই মঞ্চে পশ্চিম বর্ধমান জেলার সর্বস্তরের অগ্রণী মহিলাদের সম্মাননা জানানো হয়। এদিন সমাজের শিক্ষা, চিকিৎসা, ক্রীড়া বিভাগ সহ পশুপ্রেমী, মহিলা টোটো চালক ও মহিলা অনলাইন খাদ্য সরবরাহকারীর মতো ৫০ জন মহিলাদের বিশেষভাবে সম্মানিত করা হয়। আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে পশ্চিম বর্ধমান জেলার প্রায় আড়াই হাজার মহিলা অংশগ্রহণ করেন।
সমরেন্দ্র দাস, Lcw India দুর্গাপুর