দুর্গাপুর দুর্বার সমিতির পরিচালনায় এবং দুর্বার মহিলা সমন্বয় কমিটি ও আমরা পদাতিক (দুর্গাপুর) সহ দুর্গাপুর দৃষ্টিদান ওয়েলফেয়ার সোসাইটি ও দুর্গাপুর লায়েন্স ক্লাবের সহযোগিতায় আন্তর্জাতিক যৌনকর্মী দিবস ও আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছে। বুধবার সকালে দুর্গাপুর দুর্বার সমিতির কার্যালয়ে এলাকার মহিলাদের জন্য বিনামূল্যে চক্ষু পরীক্ষা, ব্লাড সুগার, ব্লাড প্রেসার, এইচআইভি, সিফিলিস সহ বিভিন্ন ধরনের স্বাস্থ্য পরীক্ষার আয়োজন করা হয়। দিনেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী তরুণ রায়, দুর্গাপুর দুর্বার সমিতির সচিব নাজমা বিবি সহ বিশিষ্ট জনেরা।

এই অনুষ্ঠানে উপস্থিত থেকে বিশিষ্ট সমাজসেবী তরুণ রায় জানান দুর্বার সমিতির মহিলাদের স্বাস্থ্য সম্পর্কে সচেতন করার লক্ষ্যে চক্ষু, রক্ত ও স্বাস্থ্য পরীক্ষা আয়োজন করা হয়েছে। এছাড়াও এদিন সন্ধ্যায় দুর্বার সমিতির প্রাক বসন্ত উৎসবেরও আয়োজন করা হয়েছে। অন্যদিকে দুর্গাপুর দুর্বার সমিতির সচিব নাজমা বিবি বলেন দুর্বারের যৌনকর্মীদের স্বাস্থ্য সম্পর্কিত বিষয় সচেতন করার জন্যই আজ এই এলাকার মহিলাদের জন্য বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছে। এদিন সকাল থেকে দুর্বার সমিতির প্রায় ৫০০ জন যৌনকর্মী মহিলাদের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা করা হয় এছাড়াও লায়ন্স ক্লাব ও দুর্গাপুর দৃষ্টিদান ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বিনামূল্যে চক্ষু পরীক্ষার পাশাপাশি স্থানীয় অপারেশনের ব্যবস্থা করা হয়েছে।
সমরেন্দ্র দাস, Lcw India দুর্গাপুর