দুর্গাপুরের বেনাচিতি বাজারে জলখাবার গলি এলাকায় নিজের বাড়িতে গলায় ফাঁস দিয়ে রহস্য মৃত্যু বস্ত্র বিপণি প্রতিষ্ঠানের মালিকের। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য এলাকায়। মৃত ব্যক্তির নাম অজয় রায় বয়স আনুমানিক ৭৫ বছর। মৃত অজয় বাবু বেনাচিতি বাজারের জলখাবারগুলি সংলগ্ন শাড়ি হাউজ নামক বস্ত্র বিপনি প্রতিষ্ঠানের মালিক ছিলেন। ঘটনা প্রসঙ্গে মৃত অজয় রায়ের বেয়াই জয়দেব কুন্ডু বলেন মেয়ের কাছে দুঃসংবাদ শুনে মেয়ে শ্বশুরবাড়িতে এসে বেয়াই মশাইয়ের ঝুলন্ত মৃতদেহ দেখেন তবে কি কারনে মৃত্যু হল বুঝে উঠতে পারছেন না।

স্থানীয় সূত্রে জানা যায় মৃত অজয় বাবুর ছেলে বৌমাকে নিয়ে জলখাবার গলির বাড়িতেই থাকতেন। প্রতি সপ্তাহের মতন তার ছেলে বৌমাকে নিয়ে রবিবার কর্মসূত্রে কলকাতায় যায়। বাড়িতে অজয় বাবু দেখাশোনা করতেন একজন আয়া। সেই আয়া সকালের কাজকর্ম করে তাকে টিফিন খাইয়ে নিজস্ব কাজে কিছুক্ষণের জন্য বাড়ি গিয়েছিলেন। পুনরায় দুপুরে অজয় বাবুর বাড়িতে ফিরে এসে দেখতে পান সিঁড়ির রেলিং এর মধ্যে গলায় দড়ি পেঁচিয়ে অজয় বাবুর দেহ ঝুলছে। এরপর ওই আয়া মৃত অজয় বাবুর প্রতিবেশীদের খবর দেয়। প্রতিবেশীরা এসে দুর্গাপুর থানায় খবর দিলে সেখান থেকে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতনদের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠায়। কোন অবসাদের বশে আত্মহত্যা নাকি এর পেছনে রয়েছে অন্য কোন রহস্য ? ময়নাতদন্তের পর সমস্ত জানা যাবে।
সমরেন্দ্র দাস, Lcw India দুর্গাপুর