spot_img
Saturday, April 19, 2025
Homeদুর্গাপুরটোটো ও চার চাকার সংঘর্ষে মারাত্মকভাবে জখম টোটো চালক

টোটো ও চার চাকার সংঘর্ষে মারাত্মকভাবে জখম টোটো চালক

-

আবারো ভুল পথে বেপরোয়া ভাবে যাওয়ায় টোটো ও চার চাকার সামনা সামনি দুর্ঘটনা। দুর্ঘটনায়  মারাত্মকভাবে জখম টোটো চালক। স্থানীয় সূত্র জানা গেছে টোটো চালক বছর ৪০ এর ধোবিঘাটের কর্মকার পাড়ার বাসিন্দা দীনেশ সাহা। ঘটনাটি ঘটেছে শুক্রবার বেলা পৌনে একটা নাগাদ দুর্গাপুরের আনন্দবিহার সংলগ্ন বিবেকানন্দ রোডের সংযোগস্থলে। স্থানীয় এক পথচারী অর্ণব কর্মকার জানান দুর্গাপুর হাউজের দিক থেকে একটি টোটো হঠাৎ করে বিবেকানন্দ রোডের দিকে ঢুকে পড়ে আর সেই সময় উল্টো দিক থেকে আনন্দ বিহারের দিক থেকে দুর্গাপুর হাউজের দিকে যাওয়ার সময় চার চাকার গাড়ির সঙ্গে সামনা সামনি ধাক্কা লাগে।

চারচাকা গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে টোটো টিকে ধাক্কা মারার পর চার চাকাটি সামনের একটি গাছে ধাক্কা মেরে দাঁড়িয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে স্থানীয়দের সহযোগিতায় টোটো জখম চালককে উদ্ধার করে দুর্গাপুর ইস্পাত সংস্থার হাসপাতালে ভর্তি করে। এরপর দুর্গাপুর থানার পুলিশ এসে দুর্ঘটনা গ্রস্থ চারচাকা গাড়ি এবং টোটো টি থানায় নিয়ে যায়।

Related articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest posts