লক্ষ গাছের বীজ রোপণের উদ্যেশ্যে সাইকেলে চড়ে কেদারনাথ যাত্রা দেব পালের।

সুদূর কলকাতা থেকে এক লক্ষ গাছের বীজ রোপণের জন্য কলকাতার যাদবপুর থেকে কেদারনাথের উদ্যেশ্যে সাইকেলে চড়ে পাড়ি দিয়েছেন কলকাতার দেব পাল। কলকাতা থেকে কেদারনাথের পথে যাওয়ার সময় দুর্গাপুরে পৌঁছে সাইকেল চালক দেব পাল জানান, প্রকৃতি ধ্বংসের মুখে। তাই যুব সমাজের কাছে একটাই বার্তা পরিবেশ দূষণ রুখতে এবং বিশ্ব উষ্ণায়ন রোধ করতে বেশি করে গাছ লাগান।

কেটে ফেলা হচ্ছে গাছ তৈরি হচ্ছে গগন চুম্বি অট্টালিকা, এরফলে পৃথিবী জুড়ে দূষণের মাত্রা বেড়ে চলেছে। সেই দূষণ রোধ করতে চলতি মাসের ২৯ তারিখ কলকাতার যাদবপুর থেকে দেব পাল ১লক্ষ গাছের বীজ নিয়ে সাইকেলে চড়ে বেড়িয়েছেন কেদারনাথের উদ্যেশ্যে।
সমরেন্দ্র দাস, Lcw India দুর্গাপুর