অল ইন্ডিয়া শ্রী সারদা সংঘ হল একটি ধর্মীয় ও সমাজ সেবামূলক সংস্থা যা মা সারদা দেবী, শ্রীরামকৃষ্ণ পরমহংস দেব এবং স্বামী বিবেকানন্দের আদর্শ শিক্ষার ভিত্তিতে পরিচালিত হয়। এই সংঘ মূলত নারী উন্নয়ন শিক্ষা এবং সমাজসেবামূলক কাজে নিবেদিত।

এই সংঘটি ১৯৫৪ সালে প্রতিষ্ঠিত হয়েছিল এর মূল লক্ষ্য ছিল রামকৃষ্ণ সংঘের আদর্শে নারীদের আধ্যাত্মিক ও সামাজিক উন্নয়নে অংশগ্রহণের সুযোগ করে দেওয়া। মঙ্গলবার সন্ধ্যায় অন্ডালে সর্বভারতীয় সম্পাদক সভায় যোগদান করতে দুর্গাপুরে আসেন অল ইন্ডিয়া সারদা সংঘের জেনারেল সেক্রেটারি শিপ্রা সহায় তাকে সাদর অভ্যর্থনা জানাতে উপস্থিত ছিলেন অন্ডালের শ্রী সারদা সংঘের শাখার সদস্যারা। সন্ধ্যে সাতটা দশ মিনিটে রাচি হাওড়া জনশতাব্দী এক্সপ্রেস এ ট্রেনে দুর্গাপুরে এসে পৌঁছান সংঘের সাধারণ সম্পাদক সম্পাদিকা শিপ্রা সহায় কে পুষ্প স্তবক দিয়ে স্বাগত জানানো হয়। এদিন দুর্গাপুরে পৌঁছে।

অল ইন্ডিয়া শ্রী সারদা সংঘের সাধারণ সম্পাদিকা শিপ্রা সহায় জানান অন্ডালে ভারতবর্ষের ৮০ জন সম্পাদিকাকে নিয়ে তাদের সাধারণ সভা অনুষ্ঠিত হবে। এই সভা চলবে চলতি মাসের ২৭ তারিখ থেকে ৩০ তারিখ পর্যন্ত। এর মাঝে তারা মা সারদামনির জন্মস্থান জয়রামবাটির উদ্দেশ্যে যাবেন। অন্যদিকে অন্ডাল এ এম আর শাখার সম্পাদিকা রত্না ব্যানার্জি বলেন, “যেখানে মায়ের কথা সেখানে নাই রে ব্যথা”। আজ দুর্গাপুর স্টেশন থেকে পৌঁছে তারা অন্ডাল গুরুদুয়ারাতে কিছু অসহায় দুঃস্থ শিশুদের নৈশ ভোজের আয়োজন করেছেন। এছাড়াও শ্রী সারদা সংঘ রাঁচি শাখার পক্ষ থেকে রিঙ্কু ব্যানার্জি জানান এই সংস্থা মূলত মহিলা কেন্দ্রিক মহিলারা মায়ের জাত, মাতৃ শক্তি সারা ভারতবর্ষ ব্যাপী সারা বছরই তারা বিভিন্ন ধরনের সমাজ সেবামূলক কাজ করে থাকেন। অল ইন্ডিয়া শ্রী সারদা সংঘের সমাজের বিভিন্ন স্তরে নানা রকমের সেবামূলক কাজ করে থাকে, যার মধ্যে উল্লেখযোগ্য নারী শিক্ষা ও ক্ষমতায়ন স্বাস্থ্যসেবা দুস্থ ও অসহায়দের সাহায্য প্রাকৃতিক দুর্যোগে বন্টন করা এবং আধ্যাত্মিক প্রশিক্ষণ। এই সংঘের কর্মকাণ্ড মূলত ভারতবর্ষের কেন্দ্রীভূত হলেও ভারতের বাইরে বিভিন্ন দেশে এর প্রভাব বিস্তৃত হয়েছে। তারা নারী ক্ষমতায়ন ও মানব কল্যাণে বিশেষ ভূমিকা রেখে চলেছেন।
সমরেন্দ্র দাস, Lcw India দুর্গাপুর