বুধবার সকাল সাড়ে এগারোটা নাগাদ দুর্গাপুরের ভিরিঙ্গ সংলগ্ন ১৯ নম্বর জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা ঘটে গেল। স্থানীয় সূত্রে এই দুর্ঘটনা প্রসঙ্গে জানা যায় চাষীপাড়ার এক মহিলা পপি রুইদাস রাস্তা পারাপারের সময় আসানসোলের দিক থেকে দুরন্ত গতিতে আসা একটি মোটর বাইক নিয়ন্ত্রণ হারিয়ে তাকে ধাক্কা মারলে রাস্তার উপর মুখ থুবড়ে পড়ে যায়। এই দুর্ঘটনায় ওই মহিলার একটি পা ভেঙে যায় বলে জানা গেছে। দুর্ঘটনা প্রসঙ্গে স্থানীয় এক ব্যক্তি জানান ১৯ নং জাতীয় সড়ক ধরে আসানসোলের দিক থেকে দুর্গাপুরে দিকে দ্রুত গতিতে যাওয়ার সময় একটি বাইক পথচারী স্থানীয় এক মহিলাকে ধাক্কা মারে।

দুর্ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছান দুর্গাপুর ট্রাফিক গার্ড ও ফরিদপুর ফাঁড়ির পুলিশ। ঘটনাস্থলে পুলিশ এসে দুর্ঘটনায় মারাত্মক জখম ওই মহিলাকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেন। এই দুর্ঘটনায় পপি রুইদাস ডান পায়ে মারাত্মকভাবে আঘাত পান। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই বাইক নিয়ে পালিয়ে যায় ঘাতক বাইক চালক।
সমরেন্দ্র দাস, Lcw India দুর্গাপুর