চার চাকার গাড়ির উপর চেপে গেল ডাম্পার দুমড়ে গেল চার চাকার গাড়ি! স্তব্ধ জাতীয় সড়ক! ব্যাপক চাঞ্চল্য দুর্গাপুরের ওল্ডকোর্ট এলাকায়! সৌভাগ্যবশত প্রাণে বেঁচে যায় চার চাকা গাড়ির যাত্রীরা। ঘটনাটি ঘটেছে বুধবার বিকেলে সাড়ে পাঁচটা নাগাদ।

স্থানীয় সূত্রে জানা যায় আসানসোলের বাসিন্দা, সৌভিক সাহা ও তার স্ত্রী রুবি সাহা দুর্গাপুরের বিধান নগরে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসার পর ১৯ নম্বর জাতীয় সড়ক ধরে আসানসোলের হিরাপুরে বাড়িতে ফিরছিলেন। এই সময় দুর্গাপুরের ওল্ড কোর্টের কাছে পেছন থেকে আসা একটি ডাম্পারের ধাক্কায় দুমড়ে মুচড়ে যায় চার চাকা গাড়িটি। যদিও অলৌকিকভাবে গাড়িতে থাকা তিন যাত্রী প্রাণে বেঁচে যান।

এই দুর্ঘটনার ফলে বেশ কিছুক্ষণ যান চলাচল স্তব্ধ হয়ে যায় ১৯ নম্বর জাতীয় সড়কের এই দুর্ঘটনা প্রসঙ্গে ACP ট্রাফিক রাজকুমার মালাকার বলেন দুর্গাপুরের দিক থেকে আসানসোলে যাওয়ার সময় চার চাকার গাড়িটির সঙ্গে ডাম্পারের ধাক্কা লাগায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় ছোট গাড়িটি। তবে ছোট গাড়িতে থাকা যাত্রীরা সকলেই নিরাপদ। পরবর্তীতে দুর্গাপুর ট্রাফিক গার্ডের চেষ্টায় পুনরায় যান চলাচল স্বাভাবিক হয় ১৯ নম্বর জাতীয় সড়কে ।
সমরেন্দ্র দাস, Lcw India দুর্গাপুর