আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের পক্ষ থেকে দুটি প্রকল্পের শিলান্যাস করা হয়। শনিবার বিকেলে BL এন্ড LRO কার্যালয়ের পার্শ্ববর্তী নতুন রাস্তা নির্মাণের শুভ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।কল্যাণপুর ইন্ডাস্ট্রিয়াল রোড এবং রেল বিহার রোডের মধ্যবর্তী এলাকার রাস্তা নির্মিত হবে। অনুষ্ঠান প্রসঙ্গে মন্ত্রী মলয় ঘটক ও আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত কি জানালেন শুনে নেওয়া যাক।

অন্যদিকে আসানসোল নাগর নিগমের ৯৫ নম্বর ওয়ার্ডের নবঘন্টি এলাকায় একটি কংক্রিটের রাস্তার শুভ উদ্বোধন করা হয়। উক্ত দুটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের শ্রম ও আইন মন্ত্রী মলয় ঘটক, আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত সহ দপ্তরের ইঞ্জিনিয়ার ও আধিকারিকরা। আসানসোলের দুই এলাকার রাস্তা দুটি নির্মাণ হওয়ায় বিশেষ ভাবে উপকৃত হবেন স্থানীয় বাসিন্দা সহ পথ চলতি নিত্যযাত্রীরা।