spot_img
Sunday, October 19, 2025
Durgapur
clear sky
23.5 ° C
23.5 °
23.5 °
80 %
2.1kmh
0 %
Sun
32 °
Mon
32 °
Tue
33 °
Wed
33 °
Thu
31 °
Homeদুর্গাপুরদুর্গাপুর আজ গর্বিত, ছোটন ঘোষ বিশ্বকে দেখিয়েছে গ্রামের ছেলে মানেই গৌরবের গল্প!

দুর্গাপুর আজ গর্বিত, ছোটন ঘোষ বিশ্বকে দেখিয়েছে গ্রামের ছেলে মানেই গৌরবের গল্প!

-

ধুবচূড়িয়ার ছোটন ঘোষ দেখিয়ে দিল প্রতিভা কোনো শহরের গন্ডিতে বাঁধা নয়!

যেখানে সবাই দেখেন সমস্যা, সেখানে ছোটন দেখে সম্ভাবনা!

ছোটন ঘোষ শুধু উদ্ভাবন করে ক্ষান্ত হয়নি, তিনি এক নতুন ভাবনার পথ দেখিয়েছে!

ছোটন প্রমাণ করেছে সীমিত সম্পদে অসীম স্বপ্নও বাস্তবায়িত করা সম্ভব!

দুর্গাপুরের ধুবচুড়িয়ার বাসিন্দা ছোটন ঘোষ ওরফে মনু একজন উদ্ভাবক, যার বিভিন্ন ধরনের উদ্ভাবন খ্যাতি অর্জন করেছে দুর্গাপুর তথা পশ্চিমবঙ্গ ও দেশ জুড়ে। যিনি তৈরি করেছেন ১০ সিটার ব্যাটারি চালিত সাইকেল, বিস্কুটের রাম মন্দির,চন্দ্রযান সহ সম্প্রতি যাত্রীবাহী ড্রোন তৈরি করে আলোড়ন সৃষ্টি করেছেন। কৈশোর বয়স থেকেই বাবার সঙ্গে গ্যারাজের কাজে হাতে খড়ি। সামান্য মাধ্যমিক পাশ করা ছোটনের উদ্ভাবনী ক্ষমতা সকলকে তাক লাগিয়ে দিয়েছে। এই ধরনের নতুনত্ব উদ্ভাবন করে ছোটন ঘোষ কি জানালেন শোনাবো আপনাদের।

সম্প্রতি ছোটনের তৈরি যাত্রীবাহী ড্রোন শহরে আলোড়ন তুলেছে। লোহার পাত দিয়ে ড্রোনের কাঠামো নির্মাণ করে তার চার প্রান্তে চারটি উচ্চগতির পাখা লাগানো হয়েছে। এই ড্রোনটি একজন যাত্রীকে নিয়ে ৮ ফুট উচ্চতায় প্রায় ১০ কিঃমিঃ পথ উড়তে সক্ষম হবে। যার পরীক্ষামূলক উড্ডয়ন করলো। দুর্গাপুর আজ গর্বিত , কারণ ধুবচুরিয়ার ছোটন ঘোষ বিশ্বকে দেখিয়েছে গ্রামের ছেলে মানেই গৌরবের গল্প। ছোটন ঘোষ শুধু বিভিন্ন উদ্ভাবন করে নি, সে সমাজে এক নতুন ভাবনার পথ দেখিয়েছে। ছোটন প্রমাণ করেছে,সীমিত সম্পদ আর উদ্যম মনোবল এবং অধ্যবসায় নতুন কোনো উদ্ভাবনকে আটকে রাখা সম্ভব নয়। যেখানে সবাই দেখেন সমস্যা, সেখানেই ছোটন সম্ভাবনার গন্ধ পায়।

ছোটনের শুরুটা ছিল বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে ফুলের সাজ সজ্বার কাজ দিয়ে। বর্তমানেও সে এই পেশার সঙ্গে ওতপ্রত ভাবে জড়িয়ে রয়েছে। আর এই পেশার পাশাপাশি তার নতুনত্ব উদ্ভাবনকে এগিয়ে নিয়ে চলেছে। কিন্তু এত খ্যাতির পর ও ছোটনের একটাই আক্ষেপ কোনো সহৃদয় সংস্থা বা সরকারি প্রতিষ্ঠান তার এই প্রতিভার সঠিক মূল্যায়ন করে নি। কোনো রকমের আর্থিক সহায়তা ছাড়াই ছোটন তার উদ্ভাবনের গতিকে এগিয়ে নিয়ে চলেছে তার টিম মেম্বারদের অদম্য ইচ্ছা সাহসের ওপর ভরসা করে। আমরা LCW এ পরিবারের পক্ষ থেকে ছোটন ঘোষের নতুনত্ব উদ্ভাবনকে কুর্নিশ জানাই।

সমরেন্দ্র দাস, Lcw India দুর্গাপুর

Related articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest posts