মঙ্গলবার সকালে দুর্গাপুরের নেতাজি ভবনে পশ্চিমবঙ্গ গো- সম্পদ বিকাশ সংস্থা(পশ্চিমবঙ্গ সরকারের একটি সংস্থা) প্রাণী সম্পদ বিকাশ বিভাগ, পশ্চিম বর্ধমান জেলার আটটি ব্লকের গ্রাসরুট স্তরের কৃতি কর্মীদের সম্বর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই সম্বর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষা পুতুল ব্যানার্জি, পাণ্ডবেশ্বর ব্লক সভাপতি রমা রুইদাস, কাঁকসা পঞ্চায়েত সমিতির সভাপতি ভবানী প্রসাদ ভট্টাচার্য সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। এই ধরনের একটি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে ডেপুটি প্রজেক্ট ডিরেক্টর ড: অনির্বাণ বোস জানান পশ্চিম বর্ধমান জেলার আটটি ব্লকে প্রায় ১২১ জন এআই কর্মী গো প্রজননের ওপর নিরলস প্রচেষ্টায় কাজ করে চলেছে। আজ তাদের মধ্যে কাজে নিরিখে বাছাই করে প্রতি ব্লকের তিনজন করে এআই কর্মীকে পুরস্কৃত করা হয়।

এই সম্বর্ধনা অনুষ্ঠানে উপস্থিত হয়ে কাঁকসা ব্লক গ্রাম পঞ্চায়েত সমিতির সভাপতি ভবানীপ্রসাদ ভট্টাচার্য জানান গবাদি প্রজনন বিষয়ে যে সমস্ত কর্মীরা কাজ করছেন তাদের অনুপ্রাণিত করতে এই ধরনের একটি সম্বর্ধনা অনুষ্ঠানের আয়োজন।

অন্যদিকে পশ্চিমবঙ্গ ভোট সম্পদ বিকাশ সংস্থার আয়োজিত সম্বর্ধনা সভায় সংবর্ধিত হয়ে পাণ্ডবেশ্বর ব্লকের কর্মী শ্রীকান্ত ভান্ডারী জানান, জেলায় প্রথম এই ধরনের অনুষ্ঠানে সম্বর্ধনা পেয়ে খুবই ভালো লাগছে। গ্রামে গ্রামে গ্রাস রূপ রুট লেভেলের কর্মীরা যেভাবে কৃত্রিম প্রজননের ওপর কাজ করে চলেছে। এই সমস্ত কর্মীদের আরো অনুপ্রাণিত করার লক্ষ্যে এই ধরনের একটি সম্পর্ক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল যেখানে আটটি ব্লকের মোট ১২১ জন কর্মীর মধ্যে ২৪ জন কৃতি কর্মীকে সম্বর্ধিত করা হয়।
সমরেন্দ্র দাস, LCW India দুর্গাপুর