spot_img
Tuesday, September 9, 2025
Durgapur
haze
33.2 ° C
33.2 °
33.2 °
66 %
1.5kmh
75 %
Tue
32 °
Wed
34 °
Thu
34 °
Fri
33 °
Sat
33 °
Homeদুর্গাপুরINTUC'র ৭৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন দুর্গাপুরে

INTUC’র ৭৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন দুর্গাপুরে

-

১৯৪৭ সালের ১৫ আগস্ট ভারতবর্ষ স্বাধীনতা লাভ করে। তার আগে সেই বছরই ৩ মে প্রতিষ্ঠিত হয়েছিল ইন্ডিয়ান ন্যাশানাল ট্রেড ইউনিয়ন কংগ্রেস। সারা দেশের শ্রমিক শ্রেণীর প্রতিনিধিত্বকারী এই সংগঠনের এবার ৭৮ তম প্রতিষ্ঠা দিবস উদযাপন হচ্ছে সারা দেশেই। দুর্গাপুরেও এই দিনটি পালন করে আইএন টিইউসি অনুমোদিত হিন্দুস্থান স্টিল ওয়ার্কাস ইউনিয়ন।এদিন সকালে স্টিল টাউনশিপের গুরু নানক রোডে “আনন্দ লাবণ্য” ভবনে সংগঠনের পতাকা উত্তোলন করে অনুষ্ঠানের সূচনা করেন রাজ্য আইএনটিইউসি-র সম্পাদক মন্ডলীর সদস্য রজত দীক্ষিত।পহেলগামে নিরীহ পর্যটকদের হত্যার প্রতিবাদে এই বছর কেক কাটার অনুষ্ঠান বাতিল করা হয়েছে।সংগঠনের নেতা,কর্মি ও সদস্যরা শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ করার পর এক মিনিট নীরবতা পালন করা হয়।

হিন্দুস্থান স্টিল ওয়ার্কাস ইউনিয়নের সাধারণ সম্পাদক (আহ্বায়ক), রজত দীক্ষিত তাঁর বক্তব্যে বলেন, “১৯৪৭ সালে দেশ স্বাধীন হয় সেই বছর ৩ রা মে জাতীয় কংগ্রেসের আদর্শে উদ্বুদ্ধ হয়ে আইএনটি ইউসি-র প্রতিষ্ঠা হয়েছিল। আই এন টি ইউ সি সারা ভারতে শ্রমিক শ্রেণীর কল্যাণে, কারখানার উৎপাদনের লক্ষ্যে,মানব জাতির সেবায় নিয়োজিত আছে। আমাদের কাছে এই দিনটি গৌরব ও ঐতিহ্যের। আমরা সারা বছর শ্রমিক শ্রেণীর স্বার্থে কাজ করি। বর্তমানে সর্বভারতীয় সভাপতি ড.জি সঞ্জীব রেড্ডি ও রাজ্য সভাপতি মহম্মদ কামারুজ্জামান কামারের নেতৃত্বে আজ ‘আই এন টি ইউ সি’ সারা ভারতে এক নম্বর” শ্রমিক সংগঠন।

অন্যান্যদের মধ্যে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম সম্পাদক অসীম মোশান, সহ সভাপতি শুভঙ্কর বোস, সাংগঠনিক সম্পাদক কৌশিক ব্যানার্জী, অভিজিৎ সিনহা, বরুণ দাস, বিশ্বদপ রাউথ, সঞ্জীব ঘোষ, সৌভিক চ্যাটার্জী, সিদ্ধার্থ মুখার্জী সহ আরো অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্য বৃন্দ। সন্ধ্যে বেলায় সংগঠনের কার্য্যালয়ে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। সেখানে উপস্থিত নেতৃবৃন্দ ‘আইএনটিইউসি-র’ সারা বছরের বিভিন্ন কর্মসূচী ও কার্যকলাপ নিয়ে আলোচনা করেন।

সমরেন্দ্র দাস, Lcw India দুর্গাপুর

Related articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest posts