গৃহবধুর রহস্য মৃত্যু দুর্গাপুরের পাড়দহি গ্রামে!
খুনের অভিযোগ মৃতার পরিবারের!
দেহ আটকে রেখে বিক্ষোভ, চললো ভাঙচুর!
চরম উত্তেজনা নিউ টাউনশিপ থানার পাড়দহি এলাকায়!
ঘটনাস্থলে নিউ টাউনশিপ থানার পুলিশবাহিনী ও কমব্যাট ফোর্স!
আটক মৃতার স্বামী শ্বশুর এবং শাশুড়ি!

বুধবার সকালে দুর্গাপুরের পারদহি গ্রামে উদ্ধার হয় এক গৃহবধুর ঝুলন্ত মৃতদেহ। আর এই রহস্য মৃত্যুকে ঘিরে চরম উত্তেজনা সৃষ্টি হয় নিউ টাউনশিপ থানার পাড়দহি এলাকায়। মৃতা গৃহবধূর নাম মায়া ঘোষ (২৮)। আটক স্বামী, শ্বশুর এবং শাশুড়ি। স্থানীয় সূত্রে জানা গেছে দুর্গাপুর থানার কমলপুরের মায়া ঘোষের সাথে বছর দুয়েক আগে বিয়ে হয় পাড়দহি এলাকার সুশোভন মাইতির। মায়া ঘোষের বাপের বাড়ির লোকজনের অভিযোগ, বিয়ের পর থেকেই মায়ার ওপর অত্যাচার করত স্বামী সুশোভন এবং তার শ্বশুর, শাশুড়ি। বুধবার দুপুরে খবর দেওয়া হয় মায়ার মৃত্যু হয়েছে। তারা মায়ার শ্বশুরবাড়িতে পৌঁছাতেই দেখেন মায়ার ঝুলন্ত দেহ। তারপরেই ক্ষোভে ফেটে পড়েন। চালানো হয় ভাঙচুর। পরিস্থিতি সামাল দিতে পৌঁছায় নিউ টাউনশিপ থানার বিশাল পুলিশ বাহিনী। পুলিশকে ঘিরে ধরে শুরু হয় বিক্ষোভ। পরিস্থিতি সামাল দিতে পৌঁছায় আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কমব্যাট ফোর্স। মৃতা গৃহবধুর বোন প্রতিমা ঘোষের অভিযোগ,”আমার বাবাকে ফোন করে সুশোভন মাইতি বলে, মায়া গলায় দড়ি নিয়েছে। এরপর আমরা এসে দেখি পুলিশ দেহ নামাচ্ছে। মাঝেমধ্যেই জামাইবাবু শ্বশুর-শাশুড়ি মিলে অত্যাচার করতো আমার দিদিকে।” বুধবার সকালেও মারধর করেছে বলে জানা গেছে।

মৃতা গৃহবধূর বাপের বাড়ি লোকজন মৃতদেহ আটকে রেখে দোষীদের কঠিন দিনে কঠিনতম শাস্তির দাবিতে দু’ঘণ্টা ধরে বিক্ষোভ চালায়। পরবর্তীতে পুলিশের আশ্বাসে বিক্ষোভ তুলে নেয় তারা। তারপর পুলিশ দেহ ময়নাতদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে পাঠায়।
সমরেন্দ্র দাস, Lcw India দুর্গাপুর