নিউটন – জেসি বোস ক্রীড়াঙ্গনে জে সি বোস অ্যাথলেটিক ক্লাবের পরিচালনায় অনুষ্ঠিত হয় “নৈশ মিনিবার ফুটবল টুর্নামেন্ট”। নকআউট পর্যায়ের এই ফুটবল টুর্নামেন্টে পশ্চিম বর্ধমান জেলার ১৬ টি দল অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় একের অপরের বিরুদ্ধে খেলতে নেমে অবশেষে “রবিন ফ্রেন্ডস” এবং “ঋষি ফ্রেন্ডস” এই টুর্নামেন্টের চূড়ান্ত পর্যায়ে খেলার যোগ্যতা অর্জন করে। এ টুর্নামেন্টে উপস্থিত ছিলেন বিজেপি যুব মোর্চার রাজ্য কমিটির সদস্য পারিজাত গাঙ্গুলী দুর্গাপুরের বিশিষ্ট ফুটবলার সুভাষ সিং সহ এলাকার প্রাক্তন ফুটবলাররা। দ্বিতীয় বর্ষের নৈশ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে কমিটির অন্যতম সদস্য দিব্যেন্দু গায়েন বলেন বরাবরই জেসি বোস এলাকায় সমস্ত রকমের খেলাধুলার একটা চোর রয়েছে। সেই উপলক্ষে এই ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়।

অন্যদিকে আমন্ত্রিত অতিথি পারিয়াত গাঙ্গুলী জানান মূলত যুব সমাজকে মাঠ মুখি করার উদ্দেশ্য নিয়ে জেসি বোস অ্যাথলেটিক ক্লাবের সুন্দর প্রয়াস।

চূড়ান্ত পর্যায়ের খেলা শুরুর আগে আয়োজক কমিটির অন্যতম সদস্য শ্রীকান্ত খানের জন্মদিনটি মাঠে কেক কেটে অনুষ্ঠিত হয়। চূড়ান্ত পর্যায়ের খেলা খেলতে নেমে রবিন ফ্রেন্ডস ও ঋষি ফ্রেন্ডসের মধ্যে একটি হাড্ডাহাড্ডি ফুটবল লক্ষ্য করা যায়। খেলার নির্ধারিত সময়ে কোন দলই কোন গোল করতে না পারায় ম্যাচ পরিচালকের সিদ্ধান্তে খেলার গড়ায় টাইব্রেকারে। টাই ব্রেকারে জয়ী হয়ে ২০২৫ এর চ্যাম্পিয়ন হয় রবিন ফ্রেন্ডস। এই টুর্নামেন্ট প্রতিটি খেলার ম্যান অফ দ্যা ম্যাচ পুরস্কৃত করার পাশাপাশি রানার্স দলের হাতে আঠারো হাজার টাকা নগদ ও সুদৃশ্য ট্রফি এবং উইনারস দলের হাতে কুড়ি হাজার টাকা নগদ ও সুদৃশ্য ট্রফি তুলে দেওয়া হয়। এলাকার আপামর ফুটবল উৎসাহী মানুষজন রাত জেগে এই সুন্দর ফুটবল টুর্নামেন্টটিকে আনন্দের সঙ্গে উপভোগ করেন।