দুর্গাপুর মহকুমা হাসপাতালের মুকুটে যুক্ত হল নতুন পালক। এবার থেকে সরকারি হাসপাতালে বিনামূল্যে মিলবে সিটি স্ক্যান পরিষেবা। রবিবার থেকে বহু প্রতীক্ষিত ব্যয়বহুল এই পরিষেবা চালু হওয়ায় খুশি মহকুমাবাসী। এদিন সিটি স্ক্যান পরিষেবার উদ্বোধন করেন রাজ্যের পঞ্চায়েত গ্রামোন্নয়ন ও সমবায় দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী প্রদীপ মজুমদার। এছাড়াও এদিন উপস্থিত ছিলেন আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান তথা মহকুমা রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান কবি দত্ত, দুর্গাপুর মহকুমা শাসক ড : সৌরভ চ্যাটার্জী ও হাসপাতাল সুপার ধীমান মন্ডল সহ বিশিষ্ট জননেরা। মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন দুর্গাপুর মহকুমা হাসপাতালে নতুন পরিষেবা আজ থেকে শুরু হল বাঁকুড়া পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমানের মানুষ এই হাসপাতালে পরিষেবা পাবে। আগামী দিনে আরো উন্নত হবে সরকারি হাসপাতাল।

অন্যদিকে মহকুমা রবি কল্যাণ সমিতির চেয়ারম্যান কবি দত্ত। বলেন। সুপার স্পেশালিটি হাসপাতাল ছাড়া এই ধরনের সুবিধা কোন হাসপাতালে থাকে না এখন থেকে দুর্গাপুর হাসপাতালে সুপার স্পেশালিটি হাসপাতালের মতন পরিসেবা পাওয়া যাচ্ছে।উন্নয়নের ধারাকে অব্যাহত রেখে পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তরের অর্থানুকুল্যে অত্যাধুনিক মানে এই সিটি স্ক্যান মেশিন বসানো হলো। সিটিস্ক্যান মেশিন চালানোর দায়িত্বে থাকবেন দুর্গাপুরের একটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টার এর বেশ কিছু টেকনিশিয়ান। এবার থেকে মহকুমা হাসপাতালে চিকিৎসারত রোগীরা এই পরিষেবা পাবেন সম্পূর্ণ বিনামূল্যে।
সমরেন্দ্র দাস, Lcw India দুর্গাপুর