রাজ্যে দুর্গোৎসবের পরেই শুরু হয়েছে শ্যামা পূজোর প্রস্তুতি মধ্যেই দুর্গাপুরের বিভিন্ন ক্লাব ও সংগঠনগুলিতে জোর কদমে চলছে প্যান্ডেল তৈরির কাজ। দুর্গাপুরের ন নম্বর ওয়ার্ডের সেকেন্ডারি রোডে অবস্থিত ইয়াংস্ স্পোর্টিং ক্লাবের পরিচালনায় অ- আ- ক- খ শ্যামা পূজা কমিটি এবার পা দিল ৪৯ তম বর্ষে। বৃহস্পতিবার সকালে খুঁটি পুজোর মধ্যে দিয়ে শুরু হল এবারের শ্যামা পূজোর প্রস্তুতি। গত বছরের “মেন্টাল হসপিটাল” থিম দুর্গাপুরবাসির মধ্যে ব্যাপক সাড়া ফেলেছিল, হাজার হাজার মানুষ ভিড় জমিয়েছিলেন মণ্ডপে। সেই ধারাবাহিকতা বজায় রাখতে এ বছর ক্লাব কর্তৃপক্ষ এনেছেন আরও চমকপ্রদ থিম “ভুলভুলাইয়া”, বাজেট আনুমানিক চার লক্ষ ৭৫ হাজার টাকা। পুজো কমিটির উদ্যোক্তা পুলক কর্মকার জানান, এবারের মন্ডপ হবে রহস্য ও সাসপেন্সে ভরপুর যেখানে দর্শকরা অনুভব করবেন এক নতুন অভিজ্ঞতা। থিমের পাশাপাশি সমগ্র এলাকায় আলোর রোশনাই ও সাজসজ্জায় ঝলমল করবে।

শুধু পুজো নয় প্রতি বছরের মত এবারও আয়োজিত হবে বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক অনুষ্ঠান। যেখানে স্থানীয় শিল্পীরা অংশগ্রহণ করবেন। ইয়ংস স্পোর্টিং ক্লাবের সদস্যদের আশা বিগত বছরের মতন এবারের শ্যামা পূজো দুর্গাপুর বাসীর মনে এক বিশেষ স্থান করে নেবে। রোমাঞ্চ আর রহস্য ভরা অ আ ক খ শ্যামা পূজার থিম ভুলভুলাইয়া দেখতে আপনাদের আসতেই হবে মন্ডপে।
সমরেন্দ্র দাস, Lcw India দুর্গাপুর