রাজ্য সরকারের উদ্যোগে আসানসোল দুর্গাপুর উন্নয়ন কর্তৃপক্ষের পক্ষ থেকে সোমবার দুপুরে দুর্গাপুর নগর নিগমের ২৮ নম্বর ওয়ার্ডের অন্তর্গত নাচের এভিনিউর রাস্তার উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত, দুর্গাপুর নগর নিগম প্রশাসক মন্ডলীর চেয়ারপারসন অনিন্দিতা মুখোপাধ্যায়, দুর্গাপুরের মহকুমা শাসক ডঃ সৌরভ চ্যাটার্জী, দুর্গাপুর চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রাক্তন সভাপতি রমা প্রসাদ হালদার সহ স্থানীয় প্রাক্তন পুরমাতা অঙ্কিতা চৌধুরী ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্বরা। স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের এই দাবি পূরণ হওয়ায় এলাকা জুড়ে খুশির পরিবেশ লক্ষ্য করা যায়।।

সমরেন্দ্র দাস, Lcw India দুর্গাপুর

