spot_img
Saturday, July 12, 2025
Durgapur
haze
34.2 ° C
34.2 °
34.2 °
62 %
3.6kmh
40 %
Sat
34 °
Sun
35 °
Mon
33 °
Tue
33 °
Wed
30 °
Homeদুর্গাপুরকাজের দাবিতে বিক্ষোভে আদিবাসী দিশম গাঁওতা সংগঠন

কাজের দাবিতে বিক্ষোভে আদিবাসী দিশম গাঁওতা সংগঠন

-

সোমবার দুপুরে কাজের দাবিতে দুর্গাপুরের শোভপুরে বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে প্রবেশের মেন গেটের  সামনে বিক্ষোভ প্রদর্শন করে দিশম আদিবাসী গাঁওতা। অবরোধ করে দেওয়া হল দুর্গাপুরের শোভাপুর থেকে মহুয়াবাগান যাওয়ার গুরুত্বপূর্ণ রাস্তা। বৃষ্টিকে উপেক্ষা করে রাস্তার উপরেই ত্রিপল টাঙ্গিয়ে তাদের বিক্ষোভ চলে। নেতৃত্ব দেন সংগঠনের রাজ্য পর্যবেক্ষক বুবুন মান্ডি। তিনি বলেন ২০১২ সালে এই হাসপাতাল করা হয়েছে আদিবাসীদের জমির উপর। দুর্গাপুরের সভাপুর সংলগ্ন বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষ এবং পোশাকের মধ্যস্থতায় আদিবাসী সম্প্রদায়ের মানুষজনকে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি ছিল।

কিন্তু আজ পর্যন্ত চাকরি দেওয়া হয়নি। কিছুদিন আগে ২৭ জনকে চাকরি দেওয়ার  কথা জানিয়েছিল বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষ। কিন্তু সেই প্রতিশ্রুতিও পূরণ হয়নি। বর্তমানে তারা হাসপাতাল কর্তৃপক্ষ জানাচ্ছেন তাদের বাজার ভালো নেই তাই ১০ জনকে তারা কাজে নিয়োগ করবেন। তারই প্রতিবাদে আজকের এই বিক্ষোভ। আদিবাসী দিশম গাঁওতার কাজের দাবিতে এই বিক্ষোভ সম্পর্কে এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি রাজীব ঘোষ জানান প্রতিবারই নির্বাচনের আগে যে কোন ইস্যুতে আদিবাসীদের এগিয়ে দেওয়া হয়, রাজ্য সরকারের মান ক্ষুন্ন করার জন্য।

অন্যদিকে আদিবাসী দিশম গাঁওতার পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে  দ্রুত তাদের দাবি পূরণ না হলে আগামী দিনে তারা বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন । আজ আদিবাসী দিশম গাঁওতার পক্ষ থেকে একটি প্রতিনিধি দল ওই বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষের কাছে তাদের দাবি সম্বলিত স্মারকলিপি পেশ করতে যান। যে কোন রকমের  অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতায়েন করা হয়েছিল দুর্গাপুর থানার বিশাল পুলিশ বাহিনী।

সমরেন্দ্র দাস, Lcw India দুর্গাপুর

Related articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest posts