spot_img
Sunday, November 16, 2025
Durgapur
clear sky
18.8 ° C
18.8 °
18.8 °
57 %
2.9kmh
0 %
Sun
19 °
Mon
28 °
Tue
28 °
Wed
29 °
Thu
29 °
Homeদুর্গাপুরদুর্গাপুরে পরিকাঠামো উন্নয়নের সম্ভাবনা যাচাই প্রশাসনের তৎপরতা

দুর্গাপুরে পরিকাঠামো উন্নয়নের সম্ভাবনা যাচাই প্রশাসনের তৎপরতা

-

দুর্গাপুর শহর ও সংলগ্ন অঞ্চলে নতুন পরিকাঠামো ও নাগরিক পরিষেবা উন্নয়নের লক্ষ্যে বুধবার দুর্গাপুরের এম এ এম সি গেস্টহাউসে অনুষ্ঠিত হলো প্রশাসনের উচ্চ পর্যায়ের পরিদর্শন ও বৈঠক। জেলার একাধিক শীর্ষ আধিকারিক উপস্থিত থেকে ভবিষ্যৎ উন্নয়ন প্রকল্পগুলির রূপরেখা নিয়ে আলোচনা করেন। পরিদর্শন বৈঠকে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলাশাসক পোন্নাবলম এস(আইএএস), দুর্গাপুর পুরসভা প্রশাসনিক বোর্ডের চেয়ারপারসন অনিন্দিতা মুখার্জি, আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের সিইও অদিতি চৌধুরী (আইএএস), দুর্গাপুর পুরসভার কমিশনার আব্দুল কালাম আজাদ ইসলাম, পুরসভার সদস্য দীপঙ্কর লাহা ও রাখি তেওয়ারি সহ আরো বেশ কয়েকজন সরকারি আধিকারিক ও বিশিষ্ট ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন। এদিনের বৈঠকের মূল আলোচ্য বিষয় সমূহ —
✓দুর্গাপুর ও আশেপাশের অঞ্চলের নতুন সরকারি প্রকল্পের সম্ভাবনা খতিয়ে দেখা
✓টেকসই উন্নয়ন ও পরিবেশ বান্ধব পরিকাঠামো নির্মাণ
✓নাগরিক পরিষেবার মানোন্নয়ন এবং প্রশাসনিক ব্যবস্থাকে আরও গতিশীল করা।


পুত্রের ভাষা অনুযায়ী বৈঠকে শহরের উন্নয়নকে শিল্প নগরীর মর্যাদার পাশাপাশি জনজীবনের গুণগত মান বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে এগিয়ে নিয়ে যাওয়ার উপর বিশেষ জোর দেওয়া হয়। এক প্রশাসনিক আধিকারিক বলেন দুর্গাপুর শিল্পনগরী হিসেবে যেমন গুরুত্বপূর্ণ তেমনি এখানে জনজীবনের মান উন্নয়নও সমান প্রয়োজনে আজকের বৈঠকের সেই উদ্দেশ্যকেই আরো এগিয়ে নেবে।”

সবার শেষে বিভিন্ন সম্ভাবনামূলক প্রস্তাব নিয়ে বিস্তারিত সমীক্ষা ও পরবর্তী করণীয় নির্ধারণের আশ্বাস দেন উপস্থিত আধিকারিকরা দ্রুতই কিছু প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হতে পারে বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে।।

সমরেন্দ্র দাস, Lcw India দুর্গাপুর

Related articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest posts