দুর্গাপুর থানার অন্তর্গত গোপালমার এলাকায় সরকারি জমি বিক্রির প্রতিবাদ করায় মারধরের অভিযোগ । অভিযোগের তীর তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনায় উত্তেজনা দূর্গাপুর থানার গোপাল মাঠ এলাকায়। দুর্গাপুরের গোপাল মাঠের বনগ্রাম এলাকায় ছোট্টু বাউরী প্রতিবাদ হওয়াতে তাকে মারধর করে মুখ বন্ধ করার চেষ্টা দুষ্টুদের স্বামীকে বাঁচাতে গিয়ে অল্প বিস্তার জখম তার স্ত্রী। আহত প্রতিবাদী যুবক ছোট্ট বাউরি অভিযোগ করে বলেন গোপালমাঠ সংলগ্ন বনগ্রাম এলাকায় রাষ্ট্র সংস্থা দুর্গাপুর ইস্পাত কারখানার পড়ে থাকা একটি জমি রয়েছে যার পাশে একটি পুকুরে রয়েছে সেই জমি প্লট করে মোটা অংকের টাকার বিনিময় বিক্রি চলছিল। এমনকি রীতিমতন ওই জমিতে বাড়িও তৈরি হচ্ছিল।

ভিত্তিহীন পাল্টা দাবি অভিযুক্তদের। অভিযোগ অস্বীকার করে ছোট্টুর বিরুদ্ধে পাল্টা মারধরের অভিযোগ অভিযুক্তদের।
অভিযুক্তদের কথায় জানা যায় তারা নিজেদের জমিতে বাড়ি বানাচ্ছিলেন। সেই সময় সেখানে এসে ছোট্টু বাউরি বলে তারও জায়গা আছে। এরপর তাদের কাজে বাধা দিলে অভিযুক্তরা প্রতিবাদ করায় তাদের উপর হামলা চালায় ছট্টু। এই ঘটনার বিষয়ে মেইল মারফত দুর্গাপুর থানায় অভিযোগ দায়ের করেছে প্রতিবাদী আহত যুবক ছোট্টু বাউরী।
ব্যুরো রিপোর্ট, Lcw India দুর্গাপুর