বৃহস্পতিবার দুর্গাপুরের সাগরভাঙ্গা হিন্দি হাই স্কুল প্রাঙ্গনে আয়োজিত “আমাদের পাড়া আমাদের সমাধান” কর্মসূচির পরিদর্শনে এলেন রাজ্যের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী পাঁজা। অনুষ্ঠানের মন্ত্রীর পাশাপাশি উপস্থিত ছিলেন পৌর প্রশাসক মন্ডলীর চেয়ারপারসন অনিন্দিতা মুখোপাধ্যায়, প্রশাসক মন্ডলী সদস্য ধর্মেন্দ্র যাদব, দীপঙ্কর লাহা, রাখি তেওয়ারি। এছাড়াও উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমানের জেলা শাসক পোন্নাবলম এস, দুর্গাপুর মহকুমা শাসক ড: সৌরভ চ্যাটার্জী, দুর্গাপুর নগর নিগমের কমিশনার আবুল কালাম আজাদ এবং স্থানীয় বাসিন্দারা। পরিদর্শন শেষে মন্ত্রী শশী পাঁজা জানান হাউজিং এলাকায় পানীয় জল ও নিকাশি ব্যবস্থার একাধিক সমস্যা নথিভুক্ত করা হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিটি বুথের জন্য ১০ লক্ষ টাকা বরাদ্দ করেছেন। সেই অর্থের যথাযথ ব্যবহার করে প্রতিটি সমস্যার স্থায়ী সমাধান করা হবে।

অন্যদিকে পৌর প্রশাসক মন্ডলীর চেয়ারপারসন অনিন্দিতা মুখোপাধ্যায় বলেন, এখানে ৭০ শতাংশ মানুষ হাউজিং এ বসবাসকারী। এনাদের বেশিরভাগটাই হাউসিং সংক্রান্ত সমস্যা তার মধ্যে নগর নিগমের দ্বারা যতোটুকু সমস্যা মেটানো সম্ভব তা অবশ্যই মেটানোর চেষ্টা করবেন। এছাড়াও মন্ত্রী শশী পাঁজা সমস্ত ব্যাপারটাই পরিবর্তন করে গেছেন। তিনি গিয়ে ওপর মহলে বিষয়টি জানাবেন।

নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী পাঁজা স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন ও প্রশাসনিক কর্তারা সমস্যার খতিয়ান নেন এবং দ্রুত সমাধানের আশ্বাসও দেন।
সমরেন্দ্র দাস, Lcw India দুর্গাপুর