খনিতে দুর্ঘটনা ঘটলে অ্যাম্বুলেন্স পরিষেবা পায় না শ্রমিকরা! অথচ অ্যাম্বুলেন্সে করেই কিনা কোলিয়ারির কাজে ব্যবহৃত বিস্ফোরক পরিবহন করা হচ্ছিল! এমন চাঞ্চল্যকর ঘটনা কাজরা এরিয়ার সেন্ট্রাল কাজোরা কোলিয়ারিতে। অ্যাম্বুলেন্সে করে বিস্ফোরক পরিবহনের ঘটনায় অভিযোগ আরো একবার প্রমাণিত হলো। বুধবার সকালে দেখা যায় একটা অ্যাম্বুলেন্সে করে বিস্ফোরক নিয়ে আসা হয় কোলিয়ারিতে । ওই অ্যাম্বুলেন্স থেকে কার্টুন কার্টুন বিস্ফোরক নামিয়ে রাখা হয় কোলিয়ারির নির্দিষ্ট করা বারুদ ঘরে।

শ্রমিকরা জানান প্রতিটি কোলিয়ারিতে বিস্ফোরক পরিবহনের জন্য নির্দিষ্ট এক্সপ্লসিভ ভ্যান রয়েছে, সেই গাড়িতে করেই বিস্ফোরক আনার নিয়ম। এছাড়াও তাদের অভিযোগ কোলিয়ারিতে কোন ধরনের দুর্ঘটনা ঘটলে সময়মতো অ্যাম্বুলেন্স পরিষেবা পায়না তারা। অথচ সেই নিয়মকে বুড়ো আঙ্গুল দেখিয়ে অ্যাম্বুলেন্সে করেই বিস্ফোরক পরিবহন করার কাজ চলছে। এই ঘটনা প্রসঙ্গে অ্যাম্বুলেন্স চালক মিথিলের সিং বলেন কোলিয়ারির ম্যানেজারের নির্দেশেই তিনি এই কাজ করেতে বাধ্য হয়েছেন। পাশাপাশি তিনি জানান কোলিয়ারির এক্সক্লুসিভ পরিবহনের গাড়িটি বিকল হওয়ায় অ্যাম্বুলেন্সে করে বিস্ফোরক আনা হয়েছে। যদিও এ বিষয়ে উক্ত কোলিয়ারির ম্যানেজারের কাছ থেকে কোনরূপ প্রতিক্রিয়া পাওয়া যায়নি। অভিযোগ নিয়ে মুখে কুলুপ এঁটেছেন কোলিয়ারির কর্তৃপক্ষ। উৎপাদন অব্যাহত রাখতে নিয়ম বিরুদ্ধে কাজ করাটাই যেন এখন নিয়ম হয়ে দাঁড়িয়েছে।