আন্তর্জাতিক পাওয়ার লিফটিং মঞ্চে ফের ছাপ রাখলো ভারত। শ্রীলংকার রাজধানী কলম্বোতে আয়োজিত আন্তর্জাতিক পাওয়ার লিফটিং প্রতিযোগিতায় সোনা সহ মোট তিনটি পদক জিতে দেশের মুখ উজ্জ্বল করলেন পশ্চিমবঙ্গের দুর্গাপুরের বাসিন্দা অমিত ভদ্র। ডিপিএল গোলপার্ক এলাকার ডি এন – ২০১, আবাসনের যুবক ৮৫ কেজি ওপেন বিভাগে ডেড লিফটে স্বর্ণপদক এবং স্কোয়াট ও বেঞ্চপেস বিভাগে দুটি রৌপ পদক অর্জন করেন। ২৬ থেকে ২৮ শে নভেম্বর চলতি বছর, অনুষ্ঠিত হয় এই ওয়ার্ল্ড পাওয়ার লিফটিং প্রতিযোগিতা। স্কোয়াট ,বেঞ্চপেস এবং ডেড লিফটে সর্বোচ্চ শক্তি প্রদর্শনই ছিল প্রতিযোগিতার মূল চ্যালেঞ্জ। সেখানেই নিজের অসাধারণ দক্ষতা ও কঠোর পরিশ্রমের জোরে অমিত তার প্রবল প্রতিদ্বন্দী পাকিস্তানের প্রতিযোগীকে পেছনে ফেলে সোনা জিতে নেয়।

ভারতের হয়ে এই প্রতিযোগিতায় অংশ নেন ওমোট ৬০ জন প্রতিযোগী যার মধ্যে পশ্চিমবঙ্গের ছিলেন সাত জন। দুর্গাপুর থেকে একমাত্র প্রতিনিধি ছিলেন অমিতভদ্র। মোট ২৬ টি দেশের শক্তিশালী প্রতিযোগীদের অংশগ্রহণে জমজমাট ছিল এই আন্তর্জাতিক আয়োজন। পেশায় অমিত কলকাতার একটি বেসরকারি সংস্থার প্লাম্বিং ইঞ্জিনিয়ারিং ড্রইং এর কাজে যুক্ত। পরিবারে আছেন বাবা-মা ও স্ত্রী সকলের অকুন্ঠ সমর্থনে তাকে শক্তির যোগান দিয়েছে। প্রতিদিন ২ থেকে ৩ ঘন্টার নিয়মিত কঠোর অনুশীলন তাকে এনে দিয়েছে আন্তর্জাতিক সাফল্য। অমিতের প্রশিক্ষক ও ডিপিএল গোলপার্কের “ফিটনেস লাভার্স জিম” এর কর্ণধার শুভম বৈরাগী গর্বের সঙ্গে জানান, “অমিতের এই সাফল্য ভাষায় প্রকাশ করা অসম্ভব। তার সাফল্যে আমাদের জিম এর প্রতিটি সদস্য আজ অনুপ্রাণিত।”

ছোট জিম থেকে উঠে আন্তর্জাতিক অঙ্গনে পদক জয়ের এই গল্প আজ দুর্গাপুরের কাছে গর্বের অধ্যায়। অবুক জয়ের পর দুর্গাপুরে ফিরে নিজের অনুভূতি জানাতে গিয়ে অমিত বলেন, “নিষ্ঠা ও একাগ্রতার সঙ্গে কাজ করলে ফল একদিন না একদিন আসবেই। আজ তা আমার জীবনে সত্যি হয়ে দাঁড়ালো।”

দুর্গাপুর থেকে সুদূর শ্রীলংকার কলম্বোতে আয়োজিত আন্তর্জাতিক মঞ্চে অমিত ভদ্রের এই উত্থান আজ শুধু শহরের নয়, রাজ্য ও দেশের গর্ব। আগামী দিনের তার আরো সাফল্য কামনা করেছেন সকলেই।
সমরেন্দ্র দাস, Lcw India দুর্গাপুর

