দুর্গাপুরের আরো এক ঐতিহ্যমন্ডিত শহীদ নিমাই অধিকারী, প্রয়াত পরিতোষ ভট্টাচার্য মেমোরিয়াল নক আউট ফুটবল টুর্নামেন্ট এবং মোহাম্মদ রফিক ফেয়ার প্লে ট্রফি। ইউনাইটেড কন্ট্রাক্টর ওয়ার্কার্স ইউনিয়নের(UCWU) পরিচালনায় ৩৫ তম বর্ষে এই টুর্নামেন্ট দুর্গাপুরের ট্রাঙ্ক রোড সংলগ্ন লালা লাজপত রাই ফুটবল ময়দানে অনুষ্ঠিত হয়। উদ্বোধনী খেলায় পরস্পর প্রতিদ্বন্দ্বিতা করতে মাঠে নামে দুর্গাপুরের দুই খ্যাতনামা দল আমরা ক’জন বয়েজ ক্লাব ও পলাশডিহা আদিবাসী স্পোর্টিং ক্লাব। বিশিষ্ট অতিথিরা খেলোয়ারদের সঙ্গে পরিচিত পর্ব সেরে শহীদদের স্মরণে নীরবতা পালন করে বেলুন উড়িয়ে খেলার সূচনা হয়। বলে কিক মেরে টুর্নামেন্টের উদ্বোধন করেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক সুখময় বোস। খেলার শুরু থেকেই দু দলই গোল করার জন্য উদগ্রীব ছিল।

এরই মধ্যে আমরা ক’জন বয়েজ ক্লাবের বিশ্বেশ্বর বাউরি ওরফে রাকেশ। ১-০ গোলে প্রথমার্ধের খেলার সমাপ্তি হয়। বিরতির পর দ্বিতীয়ার্ধের খেলায় খেলতে নেমে আমরা ক’জন বয়েজ ক্লাবের ফুটবলাররা রীতি মতন চাপ সৃষ্টি করতে থাকে পলাশডিহা আদিবাসী ফুটবলারদের। এর ফলস্বরূপ পরপর দুটি গোল করে দলকে এগিয়ে দেয় শ্যামলাল ও দলের অধিনায়ক অভিজিৎ টুডু। পরক্ষণেই চকিত আক্রমণ হানে পলাশডিহা আদিবাসী স্পোর্টিং ক্লাব, তাদের আক্রমণে একটি নিশ্চিত গোল রক্ষা করতে গিয়ে আমরা ক’জন বয়েজ ক্লাবের রক্ষণভাগের খেলোয়াড় প্রভাত বাউরির পায়ে লেগে বলটি জালে ঢুকে যায় ফলাফল দাঁড়ায় ৩-১।

খেলার শেষ বাঁশি বাজায় আমরা কজন বয়েজ ক্লাব ৩-১ গোলে জয়ী হয়ে কোয়ার্টার ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে। আজকের খেলার ম্যাচ পরিচালনার দায়িত্বে ছিলেন উজ্জল মুখার্জি, অনিল কোরা এবং আশীষ মন্ডল। উদ্বোধনী খেলায় বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক সন্তোষ দেব রায়, দুর্গাপুর মহকুমা ক্রীড়া সংস্থার সদস্য বিধান মজুমদার, নিমাই ঘোষ, ললিত মোহন মিশ্র, বিশিষ্ট ক্রীড়া সংগঠক সুখময় বোস সহ অন্যান্যরা।
আগামী ১৫ই জুলাই এই টুর্নামেন্টের দ্বিতীয় খেলায় পরস্পর মুখোমুখি হবে দুর্গাপুর এরিয়ান ক্লাব ও তানসেন অ্যাথলেটি ক্লাব। অঝোর ধারায় বৃষ্টিকে উপেক্ষা করে খেলা দেখতে মাঠে উপস্থিত ছিলেন প্রচুর সংখ্যায় ক্রীড়া উৎসাহী জনসাধারণ।
সমরেন্দ্র দাস, ৯৯ নিউজ বাংলা দুর্গাপুর