দুর্গাপুর ইস্পাত নগরীর দুর্গাপুর ক্লাবে আয়োজিত হয় ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অফ ক্লিনিকাল মেডিসিনের বাৎসরিক জাতীয় সম্মেলন। মঙ্গল প্রদীপ প্রজ্বলন করে কর্মসূচি সূচনা করেন রাজ্যের আইন বিচার বিভাগীয় ও শ্রম দপ্তরের মন্ত্রী মলয় ঘটক আসানসোল রামকৃষ্ণ আশ্রমের মহারাজ। এছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলা শাসক পন্নাবলাম এস, আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত সহ সংগঠনের কর্মকর্তারা। অনুষ্ঠানের আয়োজন করে নেফ্রলজিস্ট ডাক্তার রবিরঞ্জন সৌ মণ্ডল জানান প্রতিবছর ই দেশের বিভিন্ন স্থানে এই ধরনের বার্ষিক জাতীয় সম্মেলনের আয়োজন করা হয়। এ বছর দুর্গাপুরে তার আয়োজন করা হয়েছিল।

ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অফ ক্লিনিকাল মেডিসিনের বাৎসরিক জাতীয় সম্মেলনে দেশের প্রতিটি প্রান্তের মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকদের পাশাপাশি জুনিয়র চিকিৎসকদের উপস্থিতি ছিল। এই অনুষ্ঠানে বরিষ্ঠ চিকিৎসকদের সম্বর্ধনা দেওয়ার পাশাপাশি জুনিয়র চিকিৎসকদের জন্য একটি কর্মশালার আয়োজন করা হয়।