Trending News... Latest Updates

আসছে ভয়াবহ সুপার সাইক্লোন আমফান

0 25

করোনার আবহ তার মধ্যেই ক্রমশ শক্তিশালী হচ্ছে ঘূর্ণিঝড় আমফান। বর্তমানে এর গতি ঘণ্টায় ১৩ কিলোমিটার। দিঘা থেকে মোটামুটি ৯০০ কিলোমিটার দূরে অবস্থান করছে এই ঘূর্ণিঝড়। হাওয়া অফিস সূত্রে খবর পশ্চিমবঙ্গ উপকূলে আছড়ে পড়ার আগেই এটি সুপার সাইক্লোনের রূপ নেবে।
পূর্বাভাস, আমফান ক্রমশ উত্তর-উত্তরপশ্চিম দিকে এগোচ্ছে। দিঘা ও হলদিয়ায় এটি আছড়ে পড়তে পারে বুধবার রাত ৯-১২টার মধ্যে।
আমফানে প্রভাবে ওড়িশা উপকূলে মাঝারি ধরনের বৃষ্টি হবে। কোনও কোনও জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ১৮-২১ তারিখের মধ্যে সেখানকার মৎসজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। সোমাবার দুপুর আড়াইটের পর থেকেই আমফান শক্তিশালী হতে শুরু করবে। আগামী ১২ ঘণ্টায় আরও শক্তিশালী হয়ে এটি সুপার সাইক্লোনে রূপান্তরিত হবে। বাংলাদেশের হাথিয়া দ্বীপ, দিঘা বা পশ্চিমবঙ্গ উপকূলে আছড়ে পড়ার সময়ে এর গতি হতে পারে ১৫৫-১৬৫ কিলেমিটার প্রতি ঘণ্টা। এমনটাই দাবি হাওয়া অফিসের। এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গে ১৭টি এনডিআরএফ টিম মোতায়েন করা হয়েছে বলে সূত্রের খবর

Leave A Reply

Your email address will not be published.