সোমবার শ্রেয়শী স্বেচ্ছাসেবী সংগঠন ও NSPCL এর যৌথ উদ্যোগে ১৩ বছরের ঊর্ধ্বে স্কুল ছাত্র ছাত্রীদের জন্য “বেধড়ক বোলো” অনুষ্ঠানের আয়োজন করা হয় দুর্গাপুরের জেমুয়া ভাদুবালা উচ্চ বিদ্যালয়ে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেমুয়া ভাদুবালা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নুল হক, NSPCL ও শ্রেয়শী স্বেচ্ছাসেবী সংগঠনের আধিকারিকরা , বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা। ছাত্র-ছাত্রীদের বয়সের সন্ধিক্ষণে যে নতুন শারীরিক সমস্যা বা পরিবর্তনগুলি দেখা দেয় সেই বিষয়ে সচেতন করতে এই “বেধড়ক বোলো” নামক শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠান প্রসঙ্গে দুর্গাপুর জেমুয়া ভাদুবালা স্কুলের প্রধান শিক্ষক জয়নুল হক বলেন শ্রেয়শী স্বেচ্ছাসেবী সংগঠন দুর্গাপুরের NSPCL এর সহযোগিতায় সচেতনতা মূলক এই অনুষ্ঠানের মাধ্যমে ছাত্র-ছাত্রীরা বয়সের সন্ধিক্ষণে যে সমস্যাগুলোর সম্মুখীন হয় তা কিভাবে কাটিয়ে উঠবে সে বিষয়ে সচেতন করা হয়। এর ফলে বর্তমানে ছাত্রছাত্রীরা নির্দ্বিধায় তাদের লজ্জা কাটিয়ে অভিভাবকদের সামনে সেই সমস্যাগুলি তুলে ধরে।

অন্যদিকে বিদ্যালয়ের এক ছাত্রী শ্রেয়সী ও NSPCL এর এই ধরনের সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করায় জন্য ধন্যবাদ জানিয়েছে।
ছাত্র-ছাত্রীদের মধ্যে বয়সন্ধিকারে বিভিন্ন ধরনের কুসংস্কারকে প্রশ্রয় না দিয়ে বুঝতে হবে এটা একটা শরীর বৃত্তীয় প্রক্রিয়া বয়সন্ধিকালে এই ধরনের পরিবর্তন বা সমস্যাগুলি দেখা যায় । এ বিষয়ে লজ্জা কাটিয়ে ও অন্ধ কুসংস্কার থেকে বাইরে বেরিয়ে অভিভাবকদের সমস্যা গুলি নিয়ে আলোচনা করার জন্য ছাত্র-ছাত্রীদের বলা হয়। শ্রেয়শী স্বেচ্ছাসেবী সংগঠন দুর্গাপুরের বিভিন্ন সরকারি স্কুলগুলিতে প্রায় ছ হাজার ছাত্রছাত্রীদের এ বিষয়ে সচেতন করতে নিরলস কাজ করে চলেছেন। এর একটাই কারণ ছাত্র-ছাত্রীরা দেশের আগামী দিনের ভবিষ্যৎ তাই এদের কুসংস্কারের অন্ধকার থেকে সরিয়ে নিয়ে সঠিক পথ দেখানোটাই একান্ত কর্তব্য ও বলে মনে করছেন শ্রেয়সী ও NSPCL
সমরেন্দ্র দাস, Lcw India দুর্গাপুর