রাজ্য সরকারের উদ্যোগে আসানসোল দুর্গাপুর উন্নয়ন কর্তৃপক্ষের পক্ষ থেকে আজ দুর্গাপুর ফরিদপুর ব্লকের অন্তর্গত বালিজুরি গ্রামে তথা রাজ্যের প্রাক্তন মুখ্য সচিব শ্রী আলাপন বন্দ্যোপাধ্যায়ের মহাশয়ের গ্রামে,মুক্তকেশি কালী মায়ের মন্দিরের নিকটবর্তী একটি সাংস্কৃতিক মঞ্চের আচ্ছাদন (cultural shed)ভিত্তিপ্রস্থর স্থাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন ও সমবায় দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী শ্রী প্রদীপ মজুমদার মহাশয়, আসানসোল দুর্গাপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান শ্রী কবি দত্ত মহাশয়,পাণ্ডবেশ্বরের বিধায়ক শ্রী নরেন্দ্রনাথ চক্রবর্তী মহাশয়, বর্ধমান সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান শ্রী উত্তম মুখোপাধ্যায় মহাশয় সহ মন্দির কমিটির সদস্যরা এবং অন্যান্য আধিকারিকরা। অনুষ্ঠানে মোবাইল বার্তায় শুভেচ্ছা বার্তা পাঠান রাজ্যের প্রাক্তন মুখ্য সচিব শ্রী আলাপন বন্দ্যোপাধ্যায় মহাশয়।