দুর্গাপুরের উপশহর কাঁকসা থানার অন্তর্গত বামুনারা গ্রামে চাঞ্চল্য ছড়ালএক রহস্যজনক ঘটনাকে ঘিরে। রবিবার সকালে গ্রামের এক পুকুর পাড়ে একটি দামি জিপ গাড়ি সম্পূর্ণ পুড়ে ভস্মীভূত হয়ে পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। জানা গিয়েছে জিপটি প্রায় সম্পূর্ণভাবে আগুনে পুড়ে গিয়েছে গাড়ির ভিতরে বা আশেপাশে কাউকে না পাওয়ায় রহস্য আরো ঘনীভূত হয়েছে। খবর দেওয়া হলে মলানদিঘি ফাঁড়ির পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এলাকা ঘিরে ফেলে এবং তদন্ত শুরু করে। পুলিশ সূত্রে পুলিশ সূত্রে জানানো হয়েছে, কিভাবে ও কেন গাড়িটিতে আগুন লাগে তা এখনো স্পষ্ট নয়। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে শনিবার গভীর রাতে কেউ জিপটি পুকুর পাড়ে নিয়ে আসে। এরপর কোন কারনে ওই জিপটিতে আগুন ধরে যায় বা পরিকল্পিতভাবে আগুন লাগানো হয়। তবে এটি দুর্ঘটনা নাকি উদ্দেশ্যপ্রণোদিত অগ্নিসংযোগ সে বিষয়ে এখনো নিশ্চিত কিছু বলা যাচ্ছে না। গাড়িটির মালিকানা ও নম্বর সংক্রান্ত তথ্য খতিয়ে দেখা হচ্ছে। অন্যদিকে এই ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্কের পারদ চড়ছে। তাদের অভিযোগ, সাম্প্রতিক সময়ে এলাকায় একের পর এক আবাসন গড়ে ওঠায় বাইরে থেকে বহু অচেনা মানুষের যাতায়াত বেড়েছে। যার ফলে এলাকার নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।

গ্রামবাসীদের একাংশের আরও দাবি, রাতের দিকে পুলিশের টহল প্রায় চোখে পড়ে না। ঘটনার পর এলাকাবাসীরা রাতের বেলা পুলিশি নজরদারি ও টহলদারি জোরদার করার দাবি জানিয়েছেন, যাতে ভবিষ্যতে এই ধরনের রহস্যজনক ও আতঙ্ক জনক ঘটনা আর না ঘটে। পুলিশ জানিয়েছে সমস্ত দিক খতিয়ে দেখে তদন্ত তদন্তের কাজ এগোচ্ছে এবং স্থানীয়তে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্তের অগ্রগতির ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানিয়েছেন পুলিশ প্রশাসন।
সমরেন্দ্র দাস, Lcw India দুর্গাপুর

