শুরু হয়েছে বহু প্রতীক্ষিত বেঙ্গল কাপ সিজন 1- এটি রাজ্য স্তরের, আন্তজেলা- অল বেঙ্গল টেনিস ক্রিকেট টুর্নামেন্ট। দুর্গাপুরের ঐতিহ্যবাহী শহীদ ভগৎ সিং ক্রীড়াঙ্গনে অনুষ্ঠিত এই প্রতিযোগিতা ৭ ই অক্টোবর থেকে ১২ই অক্টোবর পর্যন্ত চলবে। এই মর্যাদাপূর্ণা টুর্ণামেন্টে অংশ নিচ্ছে পশ্চিমবঙ্গের ১৬ টি জেলার প্রতিভাবান আন্তজেলা দল, যার মধ্যে হয়েছে পশ্চিম বর্ধমান, হুগলি, হাওড়া, শিলিগুড়ি, দুই মেদিনীপুর সহ আরো বহু জেলার প্রতিনিধিত্বকারী দল। এই ক্রীড়া উৎসবের মূল উদ্দেশ্য হলো – তরুণ প্রজন্মের মধ্যে ক্রীড়াসুলভ মনোভাবের বিকাশ, ঐক্য ও সৌহার্দের বন্ধন আরো মজবুত করা এবং সুস্থ ও সুশৃঙ্খলাপূর্ণ জীবনযাত্রার প্রচার।

প্রতিদিন সকাল ন’টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত অনুষ্ঠিত হবে উত্তেজনাপূর্ণ ম্যাচগুলি যা দর্শকদের রোমাঞ্চে ভরিয়ে তুলবে। এই টুর্নামেন্ট প্রসঙ্গে টুর্নামেন্ট কমিটির সম্পাদক কাব্য ঘোষ ও দেবাঞ্জন চক্রবর্তী কি জানালেন শোনাবো আপনাদের।

বেঙ্গল কাপ টেনিস ক্রিকেট টুর্নামেন্টে উইনার্স দলের জন্য থাকছে চার লক্ষ টাকা পুরস্কার রাশি এবং রানার্স দলের জন্য থাকছে তিন লক্ষ টাকা এছাড়াও দুটি সেমিফাইনাল দলের জন্য থাকছে ৫০ হাজার টাকা করে পুরস্কার, টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের জন্য থাকছে একটি ইলেকট্রিক স্কুটি এছাড়াও নানান আকর্ষণীয় পুরস্কার থাকছে অন্যান্য প্রতিযোগীদের জন্য। দুর্গাপুরে প্রথমবার আয়োজিত বেঙ্গলকাপ টেনিস ক্রিকেট টুর্নামেন্ট শুধু একটি খেলার আসর নয়। এটি ক্রীড়া উৎসাহ এবং বন্ধুত্বের এক মহোৎসব আপনার উপস্থিতি ও উৎসাহ খেলোয়াড়দের অনুপ্রাণিত করবে এবং এই অনুষ্ঠানকে আরো সফল ও স্মরণীয় করে তুলবে।
সমরেন্দ্র দাস, Lcw India দুর্গাপুর

