কাঁকসার বিরুডিহার ১৯ নং জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা! চার চাকার ধাক্কা পর পর দুটি বাইকে!মৃত্যু হল দুই যুবকের!বুধবার সকালে প্রচণ্ড গতি সম্পন্ন একটি চার চাকার গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পর পর দুটি ভাইকে ধাক্কা মারলে গুরুতর আহত হয় তিন বাইক আরোহী। স্থানীয় সূত্রে জানা যায় বুদবুদের দিক থেকে দুর্গাপুরের দিকে যাচ্ছিল একটি গতিসম্পন্ন চার চাকার গাড়ি। গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে কাঁকসার বিরুডিহার ১৯ নম্বর জাতীয় সড়কের প্রথম একটি বাইকে ধাক্কা মারে। তারপর ১০০ মিটার দূরে আরও একটি বাইকে ধাক্কা মারে। ফলে দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হন দুটি বাইকে থাকা তিন আরোহী।

দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কাঁকসা থানার পুলিশ। পুলিশ পৌঁছে উদ্ধার করে দুর্গাপুর হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালে চিকিৎসকরা একজন মৃত বলে ঘোষণা করেন। হাসপাতাল সূত্রে জানা যায় এরপরে আরো একজনের মৃত্যু হয় এবং আরো একজন সঙ্গে পাঞ্জা লড়ছে। মৃতদের একজন গোপাল দে পানগর হাটতলার বাসিন্দা অন্যজন রাজকুমার ধীবর প্রয়া গপুরের বাসিন্দা। দুর্ঘটনা ঘেরে উত্তেজনা সৃষ্টি হয় এলাকায় ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি সামাল দেয়।