পানাগড়ে হুগলির তরুণী সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের দুর্ঘটনায় মৃত্যুর পর রাজ্যে মহিলা সুরক্ষা ও আইন শৃঙ্খলার অবনতির অভিযোগ এনে রাজ্য বিজেপি নেত্রী তথা আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়িকা, অগ্নিমিত্রা পালের নেতৃত্বে দুর্গাপুরের ডেপুটি কমিশনার অফ পুলিশের কার্যালয়ে ঘেরাও অভিযান চালানো হয়। বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটা নাগাদ ডিসিপি(ইস্ট) অফিসের সামনের রাস্তায় কর্মী-সমর্থকদের নিয়ে ধর্নায় বসেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল ও দুর্গাপুরের বিজেপি নেতৃত্ব কর্মীরা। এদিন বিজেপি রাজ্য নেত্রী অগ্নিমিত্রা পাল বলেন রাজ্যে আইন-শৃঙ্খলা ভেঙে গেছে রাতে মহিলাদের রাস্তায় বেরোনো বিপদজনক হয়ে উঠেছে, সে বিষয়ে আগামী দিনে কতটা সজাগ থাকবে প্রশাসন??
যদিও অগ্নিমিত্রা পাল প্রতিবাদ জানাতে দুর্গাপুরে আসার আগে পানাগড়ের ঘটনায় মূল অভিযুক্ত বাবলু যাদব কে অন্ডাল থেকে গ্রেফতার করে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা দপ্তরের পুলিশ, সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই জানিয়েছেন ডিসিপি পূর্ব অভিষেক গুপ্তা।
দুর্গাপুরে ডিসিপি কার্যালয়ের সামনে পশ্চিমবঙ্গের আইন-শৃঙ্খলা ও , জাতীয় সড়কে মত্ত অবস্থায় গাড়ি চালানোর প্রতিবাদে এবং সাধারণ মানুষের প্রশাসনিক নিরাপত্তার অভাব জানিয়ে রাস্তায় বসে ধিক্কার জানিয়ে প্রতিবাদে সোচ্চার হয় হয়ে ওঠে অগ্রিমিত্রা পালের নেতৃত্বে বিজেপি কর্মী সমর্থকরা। প্রতিবাদ সভা প্রায় চার ঘন্টা চলার পর এসিপি দুর্গ দুর্গাপুর সুবীর রায়, দূর্গাপুর থানার অফিসার ইনচার্জ সঞ্জীব দে ও কোক ওভেন থানার আধিকারিক মইনুল হকের মধ্যস্থতায় অবশেষে বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল অবস্থান বিক্ষোভ তুলে নেয় । এরপর নেত্রী জানান পুলিশের তরফে তাদের দাবিগুলো আগামী দিনে কার্যকরী করার আশ্বাস দিয়েছেন। এরপরেও পশ্চিমবঙ্গের বুকে এই ধরনের প্রশাসনিক গাফিলতির ঘটনা ঘটলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন।
এদিকে বিজেপির বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপি মহিলা মোর্চার সম্পাদিকা অগ্নিমিত্রা পাল, দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষণ চন্দ্র ঘোড়ুই, বিজেপি মুখপাত্র সুমন্ত মন্ডল, চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়, অমিতাভ ব্যানার্জি, যুবনেতা পারিজাত গাঙ্গুলী সহ অন্যান্য নেতৃত্ব ও কর্মী সমর্থকরা।
সমরেন্দ্র দাস, Lcw India দুর্গাপুর