Trending News... Latest Updates

লাদাখ সীমান্তে শহীদ হওয়া দুই বীর বঙ্গ সন্তানকে সন্মান জানতে মোমবাতি প্রজ্বলন

0 27

দুর্গাপুর পুরসভার অন্তর্গত ৯নং ওয়ার্ড নাগরিক কমিটির উদ্যোগে বাংলার দুই শহীদ জওয়ানকে শ্রদ্ধা জানানোর জন্যে এক মোমবাতি মিছিলের আয়োজন করা হয়।এই মিছিল অনুষ্ঠিত হয় কণিষ্ক মোড়ের কাছে।এর প্রধান কারণ হলো লাদাখ সীমান্তে বীরগ তি প্রাপ্ত দুই বঙ্গ সন্তানকে সন্মান জানানো।সেই সঙ্গে উদ্যোক্তার পক্ষে জয়ন্ত রক্ষিত জানান আমাদের এখনই উচিত সমস্ত রকমের চিনা দ্রব্য বর্জন করা।টিক টক এর মত অ্যাপ গুলিকে চিরতরে নিষিদ্ধ করা সঙ্গে নিজের দেশের প্রতি সন্মান জানানো। এই ভাবেই চীনকে তার বিশ্বাসঘাতকতার যোগ্য জবাব দেওয়া।এরফলে আগামী দিনে শুধু চিন ই নয়,কেউই আমাদের দেশের বিরুদ্ধে এরূপ মনোভাব দেখাতে সাহস না পায়।

Leave A Reply

Your email address will not be published.