দুর্গাপুরের শোভাপুরে বেসরকারি মেডিকেল কলেজের এক পড়ুয়া ছাত্রীকে গণধর্ষণের অভিযোগে দায়ের হওয়ার মামলায় তদন্ত শেষ করে মাত্র কুড়ি দিনের মধ্যেই চার্জশিট জমা পড়লো দুর্গাপুর আদালতে। মামলায় অভিযুক্তদের মধ্যে নির্যাতিতা সহপাঠী ওয়াসিফ আলীর বিরুদ্ধে শুধুমাত্র ধর্ষণের অভিযোগ আনা হয়েছে। অপরদিকে অপু বাউরি, শেখ নাসিরুদ্দিন এবং শেখ ফিরদৌসের বিরুদ্ধে গণধর্ষণ, তোলাবাজি ও ডাকাতির অভিযোগ গঠন করা হয়েছে। শেখ রিয়াজউদ্দিন ও শফিক শেখ এর বিরুদ্ধে ডাকাতি ও ছিনতাইয়ের মামলা দায়ের করা হয়েছে।

তদন্তকারী সংস্থা সূত্রে জানা গেছে চার্জসিটে প্রমাণ হিসেবে ফরেনসিক রিপোর্ট, মেডিকেল রিপোর্ট এবং ডিজিটাল প্রমাণ অন্তর্ভুক্ত করা হয়েছে। আদালতে মামলার শুনানি দ্রুত সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। স্পেশাল পাবলিক প্রতিকিউটার বিভাস চট্টোপাধ্যায় জানান, “এই মামলায় তদন্ত অত্যন্ত দ্রুততার সঙ্গে সম্পন্ন হয়েছে। আগামী দু মাসের মধ্যে ট্রায়াল শেষ করে বিচার প্রক্রিয়া শুরু করার লক্ষ্য নেওয়া হয়েছে। আমরা আশাবাদী দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করা যাবে।”
স্থানীয় মহল এই মামলার দ্রুত তদন্ত ও চার্জশিট দাখিলকে স্বাগত জানিয়েছেন এবং কঠোর শাস্তির দাবি তুলেছে অভিযুক্তদের বিরুদ্ধে।।
সমরেন্দ্র দাস, Lcw India দুর্গাপুর

