গরু কাণ্ড ঘিরে তীব্র ক্ষোভে ফেটে পড়েছে দুর্গাপুর বাসী আজ সিটি সেন্টারের আসানসোল দুর্গাপুর উন্নয়ন পরিষদের দপ্তর সংলগ্ন বটতলা থেকে এক প্রতিবাদ মিছিলের সূচনা করে দুর্গাপুর নাগরিক সমাজ। মিছিলটি সিটি সেন্টার এলাকা পরিক্রমা করে।

জাতীয় পতাকা হাতে পুরুষ ও মহিলারা একসঙ্গে এই প্রতিবাদে সামিল হন। দুর্গাপুর নাগরিক সমাজের পক্ষ থেকে বিপ্লব চ্যাটার্জি বলেন দুর্গাপুরের দীর্ঘদিনের সংস্কৃতি ও সাম্প্রদায়িক সম্প্রীতিকে যারা আঘাত করেছে তাদের বিরুদ্ধে আজ সাধারন মানুষ রাস্তায় নেমেছে। এই মিছিল শুধু প্রতিবাদ নয় সম্প্রীতির বার্তা ও বহন করে।

এই প্রতিবাদ মিছিলে বিশেষভাবে নজর করা ছিল মহিলাদের ভূমিকা। তোমরা তারা প্রতিবাদী পুরুষদের হাতে র্যাবেন বেঁধে এক সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেন। জাতীয় পতাকার ছায়ায় গড়ে ওঠে এই প্রতিবাদে দৃঢ় মঞ্চ। স্থানীয় মানুষদের মতে এই ধরনের নাগরিক প্রতিবাদ শহরের গণতান্ত্রিক চেতনার পরিচয়। একদিকে প্রতিবাদ অন্যদিকে সম্প্রীতির আহ্বান এই দুইয়ের মিলনেই আজ গর্জে উঠলো দুর্গাপুর।
সমরেন্দ্র দাস, Lcw India দুর্গাপুর