বৃহস্পতিবার সকালে পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের নিউ টাউনশিপ থানার অন্তর্গত ইন্দো আমেরিকান মোড় সংলগ্ন একটি বেসরকারি কারখানার সামনে বন্ধ ইউনিট খোলার দাবিতে সিটুর গেট মিটিংয়ে বাধা দেয় আইনটিটিইউসি। পুলিশের সামনে দু পক্ষের মধ্যে হাতাহাতির ফলে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় কারখানা সংলগ্ন এলাকায়। এই ঘটনা প্রসঙ্গে সিটু নেতা সিদ্ধার্থ বসু অভিযোগ করেন, একটি ইউনিট বন্ধ রয়েছে। এর পাশাপাশি শ্রমিকরা পিএফ ও ইএসআই সহ একাধিক দাবি-দাওয়া নিয়ে রাজ্য জুড়ে তাদের আন্দোলন চলছে, এই কারখানাতে তার ব্যতিক্রম হবে না। কিন্তু আজ এই আন্দোলনে আচমকা তৃণমূল শ্রমিক সংগঠনের কর্মী সমর্থকরা তাদের বাধা দেয়।
অন্যদিকে সিটুর আনা অভিযোগ অভির তিন বলে দাবি করেন আইএনটিটিউসি নেতা বিস্টু পাল। তিনি বলেন কোথাও কোন রকমের অশান্তি হয়নি, সিটুর কর্মীদের সমর্থকরা বন্ধ ইউনিট সোনার দাবিতে বিক্ষোভ দেখাচ্ছিল, আমরা ওদের বিক্ষোভের পাশে ছিলাম।
সিটু ও আইএনটিটিউসির কর্মী সমর্থকদের মধ্যে বচসা এবং হাতাহাতির ঘটনায় ঘটনাস্থলে পৌঁছায় দুর্গাপুর নিউ টাউনশিপ থানার পুলিশ বাহিনী। পুলিশ এসে পরিস্থিতি স্বাভাবিক করে।
সমরেন্দ্র দাস, Lcw India দুর্গাপুর