পাঁচিল দেওয়াকে কেন্দ্র করে দুই পাড়ার সংঘর্ষে উত্তপ্ত দুর্গাপুরের লাউদোহার রসিকডাঙ্গা এলাকা। দুই পক্ষের সংঘর্ষে আহত বেশ কয়েকজন। ভাঙচুর করা হলো পুলিশের গাড়ি। পুলিশকে মারধরের অভিযোগ। উত্তেজনা দুর্গাপুরের লাউদোহা এলাকায়।

পাঁচিল তোলাকে কেন্দ্র করে দুই পাড়ার সংঘর্ষে রণক্ষেত্র এলাকা। আহত দু পক্ষের বেশ কয়েকজন। ঘটনাস্থলে পুলিশ এলে পুলিশের গাড়িও ভাঙচুর করা হয়। পুলিশ কর্মীদেরও মারধরের অভিযোগ উঠেছে। এলাকায় ব্যাপক ভাঙচুর চললো। ঘটনা দুর্গাপুরের লাউদোহার রসিকডাঙ্গা এলাকায়। এলাকারই বাসিন্দা নকুল বার্নওয়াল একটি পাঁচিল দিচ্ছিলেন তার বাড়ির সামনে, বাঁধা দেয় লাউদোহার ঢাঙ্গর পাড়ার বাসিন্দাদের একাংশ, খবর পেয়ে আচমকা চলে আসে বাগদি পাড়ার লোকজন, দু এক কথা হতে হতে শুরু হয় দুই পাড়ার সংঘর্ষ হাতাহাতি। লাউদোহা থানার পুলিশ ঘটনাস্থলে এলে পুলিশের গাড়িও ভাঙচুর করা হয়। দুই পাড়ার সংঘর্ষে আহত হন বেশ কয়েকজন। কোনোরকমে পরিস্তিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। চাপা উত্তেজনা থাকায় লাউদোহার রসিকডাঙ্গা এলাকায়।